দেবরাজ হালদার
দীর্ঘ নয় বছর পর অবশেষে আইনি জটিলতার অবসান ঘটিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় রবিবার অংশগ্রহণ করলেন প্রায় তিন লক্ষ চাকরিপ্রার্থী। এরই মধ্যে ভিন রাজ্য থেকে আগত চাকরিপ্রার্থীর সংখ্যা প্রায় ১৩০০০। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে যোগী রাজ্য এবং নীতিশ কুমারের রাজ্য থেকে আগত চাকরি প্রার্থীর সংখ্যা সর্বাধিক।
দীর্ঘ সময় ধরে বেকারত্বের যন্ত্রণা। মুক্তির পথ শব্দ পূরণের পথ এই এসএসসি। কার্যত অনন্ত প্রতীক্ষা। যুব সমাজের কাছে নিঃসন্দেহে এই শিক্ষক নিয়োগের পরীক্ষা কিছুটা হলেও আশার আলো নিয়ে এসেছে। সেই কারণেই হয়তো এই সুযোগে হাতছাড়া করতে নারাজ ভিনরাজ্য থেকে আগত চাকরিপ্রার্থীরা।
পরীক্ষার দিনে নানা চিত্র সামনে আছে এদিন। দেখা গেল মা গিয়েছেন পরীক্ষা দিতে। পাঁচ মাসের সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছেন বাবা। পাঁচ মাস বয়স, ছোট্ট রুদ্রাভ মাকে ছাড়া একদম থাকতে পারে না। তবে মায়ের স্বপ্ন পূরণ করতে আপাতত দেড় ঘন্টা বাবার কোলই তার ভরসা। মাঝে মাঝে খিদে পাচ্ছিল একরত্তি শিশুর। তবে বাবা ফিডিং বোতলে দুধ এনেছিলেন। যেকোনোভাবেই হোক দেড় ঘন্টা অতিক্রান্ত করতেই হবে। কারণ দীর্ঘ নয় বছরের লড়াইয়ের অবসান হতে পারে আজ। তাই নানা কষ্ট সহ্য করেও পাঁচ মাসের রুদ্রাভ বাবার সঙ্গে মেট্রো স্টেশনে বসে মায়ের সাফল্যের প্রহর গুনছে। এই ছবি বাংলার। চাকরির জন্য অনন্ত প্রতীক্ষা।
