আচ্ছা ধরুন যদি আপনাকে প্রশ্ন করা হয় দেশের মধ্যে কোন শহরে সবচেয়ে বেশি এসি ব্যবহার করা হয়? উত্তরটা কী হবে জানেন? আজ্ঞে হ্যাঁ আপনার নিজের শহর কলকাতা। সম্প্রতি আই ফরেস্ট সংস্থার তরফ থেকে করা একটি সমীক্ষায় দেখা গিয়েছে দেশের মধ্যে সবচেয়ে বেশি এসির ব্যবহার হয় কলকাতা শহরে । এই সমীক্ষাটি কলকাতা, আমেদাবাদ, পুনে , মুম্বাই, চেন্নাই, দিল্লি ও বেঙ্গালুরু মিলিয়ে মোট সাতটি শহরের উপর করা হয়েছিল আর সেখান থেকে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
বিজ্ঞানীরা বলছেন দেশে যে হারে এসির ব্যবহার হয় তার সিংহভাগ ব্যবহার হয় শহর কলকাতায়। তাহলে কি কলকাতার মানুষ ভোগ বিলাসিতায় বেশি অভ্যস্ত হয়ে পড়ছেন?
উত্তরটা অভিজ্ঞ পাঠক মাত্রেই বুঝতে পারবেন। এমনকী এই অতিরিক্ত এসির ব্যবহার ভবিষ্যতে বিপদে ডেকে আনতে পারে গবেষণায় প্রমাণ হয়েছে।
২০৩০ সালের মধ্যে কলকাতায় গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়বে অতিরিক্ত এসির ব্যবহারের ফলে। তাই এখন থেকে সতর্ক না হলে শিয়রে সংকট।