বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI) মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের অভিযোগ খারিজ করার এক দিন পর শুক্রবার আদানি গ্রুপের শেয়ার ১% থেকে ৯.৬% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজারের চিত্র –
•আদানি টোটাল গ্যাস: সর্বোচ্চ বৃদ্ধি, প্রায় ১০% উত্থান
•আদানি পাওয়ার: ৭.৪% বৃদ্ধি
•আদানি এন্টারপ্রাইজেস (ফ্ল্যাগশিপ কোম্পানি): ৪.৩% বৃদ্ধি
•আদানি গ্রিন ও আদানি এনার্জি সলিউশনস: প্রায় ৪% বৃদ্ধি
•আদানি পোর্টস: ২% বৃদ্ধি
জানুয়ারি ২০২৩-এ হিন্ডেনবার্গ অভিযোগ করেছিল, আদানি গ্রুপ তিনটি কোম্পানির (আদিকর্প এন্টারপ্রাইজেস, মাইলস্টোন ট্রেডলিংকস ও রেভার ইনফ্রাস্ট্রাকচার) মাধ্যমে বেআইনিভাবে অর্থ লেনদেন করেছে।
সেবির তদন্তে জানা যায়, সেই সময়ে এই লেনদেনকে “রিলেটেড পার্টি ডিলিংস” হিসেবে ধরা হত না। সব ঋণ পরিশোধিত হয়েছে, অর্থ নির্দিষ্ট কাজে ব্যয় হয়েছে এবং কোনও প্রতারণা বা বেআইনি বাণিজ্য হয়নি। ফলস্বরূপ, আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে ক্লিনচিট দিয়েছে সেবি।
গৌতম আদানি এক্স-এ পোস্ট করে বলেন, “দীর্ঘ তদন্তের পর সেবি প্রমাণ করেছে যে হিন্ডেনবার্গের অভিযোগ মিথ্যা। স্বচ্ছতা ও সততা সবসময় আদানি গ্রুপের মূলমন্ত্র। মিথ্যা প্রচারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য আমরা দুঃখিত। যারা ভুয়ো তথ্য ছড়িয়েছে, তাদের দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।”
সেবির এই সিদ্ধান্তের পর আদানি গ্রুপের শেয়ারের উত্থান বিনিয়োগকারীদের ভরসা বাড়িয়ে তুলেছে।