ফেরার ব্যবসায়ী ও প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির ভাই সমীর মোদিকে বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফথার করেছে পুলিশ। অভিযোগ, ২০১৯ সালে এক মহিলাকে একাধিকবার ধর্ষণ ও প্রতারণা করেছেন তিনি।
গত ১০ সেপ্টেম্বর দায়ের হওয়া এফআইআরে ওই মহিলা অভিযোগ করেছেন, ২০১৯ সাল থেকে সমীর মোদি তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন ও মুখ বন্ধ রাখার হুমকি দিয়েছেন।
অভিযোগ, ফ্যাশন ও লাইফস্টাইল ক্ষেত্রে চাকরির প্রলোভন দেখিয়ে সমীর মোদি প্রথমে যোগাযোগ করেন এবং ২০১৯ সালের ডিসেম্বরে নিউ ফ্রেন্ডস কলোনির বাসভবনে তাঁকে ধর্ষণ করেন।
মহিলার দাবি, তিনি ও তাঁর পরিবার নিয়মিত প্রাণনাশের হুমকি পেয়েছেন। ভুয়ো বিয়ের প্রতিশ্রুতি ও ভয় দেখিয়ে বছরের পর বছর তাঁকে হয়রানি করা হয়েছে।
নিউ ফ্রেন্ডস কলোনি থানায় অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। বিদেশ থেকে ফেরার সময় বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করা হয়। বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
সমীর মোদি মোদিকেয়ারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর। মোদি এন্টারপ্রাইজেসেরও ম্যানেজিং ডিরেক্টর তিনি। গত বছর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে মা বীণা মোদির সঙ্গে দ্বন্দ্বে সংবাদ শিরোনামে এসেছিলেন।
সমীর মোদির আইনজীবীরা জানিয়েছেন, অভিযোগকারী মহিলা ২০১৯ সাল থেকে মোদির সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এখন ব্ল্যাকমেল করছেন। তাঁদের বক্তব্য, ৮ ও ১৩ অগস্ট সমীর মোদি বিভিন্ন থানায় ওই মহিলার বিরুদ্ধে জুলুমবাজি ও ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করেছিলেন। হোয়াটসঅ্যাপ চ্যাটে মহিলা ৫০ কোটি টাকা দাবি করেছেন বলে অভিযোগ তাঁদের। তাঁরা বলেছেন, এটি আইনের অপব্যবহারের একটি “পরিষ্কার উদাহরণ” এবং যথাযথ তদন্ত ছাড়াই তড়িঘড়ি গ্রেফতার করেছে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং পরবর্তী পদক্ষেপ আদালতের নির্দেশ অনুযায়ী হবে।