একটা সময় কফি হাউস, লিটল ম্যাগাজিন, ঋত্ত্বিক-মৃণাল-সত্যজিতের সিনেমা হলেই চলে যেত কলকাতার।কিন্তু গোটা বিশ্বের বাজার বিনোদন আর বাণিজ্যের সঙ্গে তাল মিলিয়ে চলা কলকাতা আজ অনেকটাই অন্যরকম। সল্টলেক সেক্টর ফাইভের সঙ্গে সানফ্রান্সিকোর বাণিজ্যে জুড়ে যাওয়া কলকাতা এখন বহু কোটিপতির ঠিকানা। ভারতের বিখ্যাত সব শহরে এই অতি বড়লোকদের ঠাঁই নিয়েই তৈরি এক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।
মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট ২০২৫- এ বলা হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বেশি ‘ডলার মিলিয়নেয়ার’ হাউসহোল্ড বা পরিবার আছে মুম্বইতে।এই সংখ্যাটা প্রায় ১ লক্ষ ৪২ হাজার।কিন্তু এই ‘ডলার মিলিয়নেয়ার’ ব্যাপারটা আসলে কী? এর অর্থ হল ডলারের নিরিখে ‘মিলিয়নেয়ার’। হিসেব বলছে টাকার হিসাবে প্রায় সাড়ে ৮ কোটি টাকার সম্পত্তির অধিকারিই একজন ‘ডলার মিলিয়নেয়ার’।
এই নিরিখে নতুন দিল্লিতে ‘ডলার মিলিয়নেয়ার’ হিসেবে রয়েছে ৬৮,২০০ পরিবার এবং বেঙ্গালুরুতে রয়েছে ৩১,৬০০ পরিবার। চতুর্থ স্থানে থাকা আহমেদাবাদে আছে ২৬,৮০০টি পরিবার। অন্যদিকে কলকাতায় আছে ২৬,৬০০টি ডলার মিলিয়নেয়ার ঘর। অর্থাৎ কলকাতা ভারতের শহরগুলোর মধ্যে ‘ডলার মিলিয়নেয়ার’ তালিকার পঞ্চম স্থানে।
মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট ২০২৫-এর তথ্য বলছে পশ্চিমবঙ্গে মোট মিলিয়নেয়ার পরিবার সংখ্যা ৫০,৪০০।গোটা রাজ্যের নিরিখে শুধুমাত্র শহর কলকাতাতেই বাস ২৬,৬০০টি পরিবারের, যা অঙ্কের হিসেবে রাজ্যের মিলিয়নেয়ার-হাউজহোল্ডগুলোর ৫৩%।
Leave a comment
Leave a comment