প্রয়াত জুবিন গর্গ। বলিউড এবং অসমিয়া প্রখ্যাত গায়ক জুবিন গর্গ! তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতমহলে। সিঙ্গাপুরে এক দুর্ঘটনার মৃত্যু হয়েছে জুবিনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। স্কুবা ডাইভিং-এর সময় শ্বাসকষ্ট হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানে ২০ এবং ২১শে সেপ্টেম্বর তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। ফেস্টিভ্যালের আয়োজকরা জানিয়েছেন, স্কুবা ডাইভিং করার সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে জল থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয় এবং ভারতীয় সময় দুপুর ২.৩০ মিনিটে তিনি প্রয়াত হন।
মৃত্যুর ঠিক আগের দিন, জুবিন গর্গ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তিনি ফেস্টিভ্যালে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “সিঙ্গাপুরের বন্ধুরা, আমি আপনাদের ২০ এবং ২১শে সেপ্টেম্বর সানটেক-এ চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের এই অসাধারণ অংশটি ঘুরে দেখুন। আমরা এখানে মানসম্পন্ন কৃষিজাত পণ্য, হস্তশিল্প, চা, বিভিন্ন ধরনের নাচ, ফ্যাশন শো এবং সন্ধ্যায় রক ব্যান্ড, র্যাপারদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিয়ে এসেছি। আমি এই ফেস্টিভ্যালে সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে থাকব এবং ২০শে সেপ্টেম্বর সন্ধ্যায় আমার জনপ্রিয় হিন্দি, বাংলা ও অসমিয়া গান পরিবেশন করব। আমি আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ করছি, কারণ এই ফেস্টিভ্যালে প্রবেশ বিনামূল্যে। সবাই আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!”
এছাড়াও, জুবিন গর্গ ডঃ ভূপেন হাজারিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, “অসম ডঃ ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী শ্রদ্ধাঞ্জলি পালনের জন্য প্রস্তুত। ৮ই সেপ্টেম্বর, ২০২৫-এ গুয়াহাটিতে একটি ঐতিহাসিক সন্ধ্যা হবে – ১০০০ শিল্পীর একটি সম্মিলিত গান, তাঁর জীবনী প্রকাশ এবং ‘ভয়েস অফ দ্য ব্রহ্মপুত্র’-কে সম্মান জানিয়ে একটি স্মারক মুদ্রার উন্মোচন হবে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়। এটি প্রত্যেক অসমিয়া মানুষের জন্য এক ধরনের ঘরে ফেরা। আপনি যদি এই উদযাপনের খবরটি ছড়িয়ে দিতে সাহায্য করেন, তাহলে খুব ভালো হয়।”
জুবিন গর্গের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি টুইট করেছেন অসমের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংঘাল। তিনি লিখেছেন, “আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। অসম শুধু একটি কণ্ঠ হারাল না, একটি প্রাণস্পন্দনও হারাল। জুবিন দা একজন গায়কের চেয়েও বেশি কিছু ছিলেন; তিনি ছিলেন অসম এবং দেশের গর্ব, যাঁর গান আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ এবং আমাদের চেতনাকে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিয়েছে। তাঁর সঙ্গীতে প্রজন্মের পর প্রজন্ম আনন্দ, শান্তি এবং পরিচিতি খুঁজে পেয়েছে। তাঁর চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল যা কখনোই পূরণ হবে না। অসম তার সবচেয়ে প্রিয় পুত্রকে হারিয়েছে এবং ভারত তার সেরা সাংস্কৃতিক আইকনদের একজনকে হারিয়েছে। তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। তাঁর আত্মা শান্তি পাক এবং তাঁর রেখে যাওয়া কাজ চিরকাল আমাদের অনুপ্রাণিত করুক। ওম শান্তি।”
উল্লেখ্য, জুবিন গর্গ ছিলেন অসমের অন্যতম জনপ্রিয় একজন সঙ্গীতশিল্পী। তিনি অসমিয়া, বাংলা এবং হিন্দি ভাষায় গান গেয়েছেন। ‘গ্যাংস্টার’ ছবির হিট গান ‘ইয়া আলী’ তাঁকে সারা দেশে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ‘কৃশ ৩’ ছবির ‘দিল তু হি বাতা’ সহ আরও অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। গায়কের পাশাপাশি, জুবিন গর্গ অসমিয়া ছবিতে গায়ক, অভিনেতা এবং পরিচালক হিসাবেও কাজ করেছেন। তাঁর কিছু জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, মিশন চায়না, দীনবন্ধু এবং মন জাল। গায়কের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতমহল।