বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে মহম্মদ নবীর ২২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংসের পরও চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে আফগানিস্তান। ৪০ বছরের নবী এদিন ইনিংসের শেষ ওভারে ৫ টি ছক্কা হাঁকান শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে। এদিকে এই ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ওয়েল্লালাগের বাবা। জানা যাচ্ছে, সাংবাদিকদের মুখে সেকথা শুনে কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন নবীও।
প্রথমে ব্যাট করা আফগানদের ইনিংসের শেষ ওভারে ওয়েল্লালাগেকে টানা ৫ টি ছক্কা হাঁকান মহম্মদ নবী। এরপর ইনিংস বিরতিতে ওয়েল্লালাগের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। যে কারণে, সোশ্যাল মিডিয়ায় অনেকেরই দাবি, ছেলের ৫ ছক্কা খাওয়ার ঘটনা সহ্য করতে পারেননি তিনি। যদিও ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কার স্পিনারকে তাঁর পিতৃবিয়োগের খবর দেওয়া হয়নি। ম্যাচ শেষে কোচ সনৎ জয়সূর্য খবরটি দেন ওয়েল্লালাগকে।
এদিকে ওয়েল্লালাগেকে ৫ ছক্কা হাঁকানো নবীও হতবাক হয়ে যান যখন সাংবাদিকদের মুখে প্রথমবার খবরটি শোনেন তিনি। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেখানে আফগান তারকাকে জনৈক সাংবাদিকের উদ্দেশ্যে বিস্মিতভাবে বলতে দেখা গিয়েছে, “ওয়েল্লালাগের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন! ইনিংস বিরতির সময়!”
পরে অবশ্য সমাজ মাধ্যমেও পোস্ট করে শোক প্রকাশ করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, “প্রিয় বাবার মৃত্যুতে দুনিথ ওয়েল্লালাগে এবং তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই।” আলাদা করে ওয়েল্লালাগের উদ্দেশ্য তিনি লেখেন, “শক্ত থেকো ভাই।”