জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকের ছায়া। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মাত্র ৫২ বছর বয়সে তিনি প্রাণ হারান। আগামীকাল তাঁর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গাওয়ার কথা ছিল, তার আগের দিনই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।
দুর্ঘটনার পর যে ছবি ও ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ কান্নায় ভেঙে পড়েছেন। পরিবার তথাকতা সংগীত জগতের অপূরণীয় ক্ষতি।
আরও একটি হৃদয়বিদারক ছবি ধরা পড়েছে। জুবিনের প্রিয় পোষা কুকুরটিকেও ছুঁয়ে গেছে মালিকের মৃত্যু, যেন সেও জুবিনের মৃত্যু-শোকে ভেঙে পড়েছে।
জুবিন গর্গের স্ত্রী গরিমা নিজেও অসমের এক পরিচিত নাম। তিনি একজন কস্টিউম ডিজাইনার, চলচ্চিত্র প্রযোজক এবং সৃজনশীল শিল্পী। তাঁর কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিনেমা মিশন চায়না (২০১৭), কাঞ্চনজঙ্ঘা (২০১৯) এবং শিকার (২০২৪)।
ঘটনার পর তাঁর ইভেন্ট ম্যানেজার একটি সরকারি বিবৃতি প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় আইকন জুবিন গর্গ আজ দুপুর আড়াইটে নাগাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এর দুই দিন আগে সিঙ্গাপুরে পৌঁছেছিলেন। আগামীকাল উৎসবে আমাদের সঙ্গে থাকার কথা ছিল তাঁর। আজ সকালেই আমরা শাংরি-লা হোটেলে সিঙ্গাপুরের শিল্পপতি ও পলিসি মেকারদের সঙ্গে উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগের জন্য একটি ব্যবসায়িক বৈঠকে যোগ দিয়েছিলাম।”
এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই দেশের নানা প্রান্ত থেকে শোকবার্তা আসতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে লিখেছেন,“জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে আমি হতবাক ও শোকাহত। সঙ্গীতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর গান সব শ্রেণির মানুষের কাছে সমান জনপ্রিয় ছিল। পরিবার ও ভক্তদের প্রতি রইল সমবেদনা। ওঁ শান্তি।”
Zubeen Garg, death, accident, Singapore, scuba diving, wife Garima Saikia Garg, viral photo