অবসান ঘটে গেল সমস্ত জল্পনার। ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন গত ২০২৪ মরশুমের কলকাতা ফুটবল লিগে। শনিবার এই ঘোষণা করে দেওয়া হল আইএফএ (IFA) -এর তরফে। এর পাশাপাশি রানার্স হিসেবে ঘোষণা করা হয়েছে ডায়মন্ড হারবার এফসির নাম। যারা মাত্র কিছুদিন আগেই ডুরান্ড কাপের সেমিফাইনালে হারিয়ে দিয়েছিল লাল-হলুদ বাহিনীকে।
সোমবার চলতি কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল। এই ম্যাচের গুরুত্ব লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটির জন্য অপরিসীম। এই ম্যাচ জিতলেই চলতি কলকাতা লিগে চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। তার ঠিক আগেই গত মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করা হল মশাল বাহিনীকে। অর্থাৎ তিন দিনের মধ্যে দু’বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে।
আইনি জটিলতার কারণেই এতদিন আটকে ছিল গোটা বিষয়টি। শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের তরফে রায় দেওয়া হয় এই ঘোষণার পক্ষে। তার পরই এ দিন লিগ কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে গত মরশুমের চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করল আইএফএ। এ দিকে এই খবর সামনে আসতেই উৎসব শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ সমর্থকদের মধ্যে।
এ দিন আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গলকে গত মরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করার পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “শুক্রবার রাতে এই বিষয়টি জানতে পারি আমরা। তৎক্ষণাৎ আলোচনা হয় দ্রুত এই সিদ্ধান্ত জানানো নিয়ে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড হারবারকে রানার্স-আপ হিসেবে ঘোষণা করা হবে।” এরই সঙ্গে যোগ করেছেন, “আদালতের রায়ের পর এখন আর বলতে বাধা নেই যে ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন।”