সৌরভ গঙ্গোপাধ্যায় নন। হরভজন সিংও নন। বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে চলেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস। এমনটাই জানা গেল শনিবার মধ্যরাতে। সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে বসতে চলেছেন মিঠুন।
৪৬ বছর বয়সী মিঠুন কখনও দেশের হয়ে না খেললেও ভারতের ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। ভারতীয় এ দলের হয়ে খেলার পাশাপাশি আইপিএলে খেলেছেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। এ ছাড়া রনজি ট্রফিতেও খেলেছিলেন দিল্লি দলের হয়ে। জানা যাচ্ছে, রবিবারই মুম্বইতে গিয়ে মনোনয়ন জমা দেবেন জম্মু ও কাশ্মীরের হয়ে বিসিসিআইতে প্রতিনিধিত্ব করা মানহাস।
এ দিকে বোর্ডের এ বারের সাধারণ সভায় বঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সৌরভ এবং পাঞ্জাব থেকে যোগ দিচ্ছেন হরভজন। ফলে মনে করা হচ্ছিল, এঁদের মধ্যে থেকেই কাউকে হয়ত পরবর্তী বিসিসিআই সভাপতি হিসেবে বেছে নেওয়া হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তিকে টেক্কা দিয়ে বাজি মারলেন মিঠুন মানহাস।
যদিও মিঠুন একা নন। বোর্ড সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন ভারতের হয়ে দুটি টেস্ট ম্যাচে অংশ নেওয়া রঘুরাম ভাট। তাঁকে সম্ভবত কোষাধ্যক্ষ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে সহ সভাপতি থাকছেন রাজীব শুক্লাই। সেইসঙ্গে দেবজিৎ সাইকিয়াও থাকছেন সচিব পদে। আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান পদেও বদল হচ্ছে না। থেকে যাচ্ছেন অরুণ ধুমলই।
Mithun Manhas, BCCI President, Indian Cricket Board, Sourav Ganguly, Harbhajan Singh