প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য জানাবে বিসিসিআই এবং অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন। মেয়েদের আসন্ন ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য প্রয়াত ‘ইউথ আইকন’কে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হবে আইসিসি-র ওডিআই ওমেন্স ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান।প্রথম ম্যাচে আয়োজক ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন ৫২ বছরের সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। সেখানে ২০ এবং ২১ সেপ্টেম্বর তাঁর অনুষ্ঠান ছিল। কিন্তু ১৯ সেপ্টেম্বর(শুক্রবার) জানানো হয়, স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে অসমের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর। রবিবারই তাঁর মরদেহ সিঙ্গাপুর থেকে গুয়াহাটি পৌঁছেছে। কফিনবন্দি প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রাজপথে নেমে এসেছিলেন হাজার-হাজার মানুষ।
রবিবার অসম জুড়ে শোকের এমন আবহে, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন প্রয়াত জুবিন গর্গকে ঘিরে তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার কথা। তিনি বলেন, “মেয়েদের ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি এখন জোরকদমে চলছে। তবে সেই অনুষ্ঠানেই প্রয়াত জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলিও নিবেদন করা হবে। তাঁর স্মরণে থাকবে মিনিট ৪০ এর এক বিশেষ অনুষ্ঠান। সেখানে থাকবেন শ্রেয়া ঘোষালও।” রবিবার বোর্ড সচিব আরও জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া শিল্পীদের আরও তালিকা চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে।
এদিকে, আইসিসি-র ২০২৫ সালের ওমেন্স ওডিআই বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর। ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপের লড়াই। অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই রয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচটি।
ভারত এই নিয়ে চতুর্থবার আইসিসি-র মেগা ইভেন্টটি আয়োজনের সুযোগ পেয়েছে। এর আগে ১৯৭৮, ১৯৯৭ এবং ২০১৩ সালে বসেছিল ওডিআই বিশ্বকাপের আসর। তবে ভারতীয় মহিলা দল কিন্তু আইসিসি-র ওডিআই বিশ্বকাপ একবারও জিততে পারেনি। দু-বার ফাইনালে উঠে (২০০৫ এবং ২০২০ সালে) অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয়েছে।
এদিকে,ওডিআই বিশ্বকাপের আগে, ভারত অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-২ ব্যবধানে হেরেছে। বিশ্বকাপের আগে, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধেও আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে হরমনপ্রীত কউরের দল।
