দেশের আইটি রাজধানী বেঙ্গালুরুতে রাস্তার গর্ত নিয়ে চলা বিতর্কের মধ্যে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানালেন, শুধু বেঙ্গালুরু নয়, দিল্লির রাস্তাতেও গর্ত রয়েছে, এমনকি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও।
তিনি বলেন, “আমরা প্রতিদিন প্রায় ১,০০০ গর্ত ভরাট করছি। প্রতিটি কর্পোরেশন এলাকায় ২০০টি করে গর্ত মেরামতের কাজ চলছে। বৃষ্টির মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি।”
“আমি দিল্লি গিয়েছিলাম, সেখানেও অনেক গর্ত দেখেছি। সাংবাদিকরা চাইলে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেও গিয়ে দেখতে পারেন। তাই শুধু কর্নাটককে দোষারোপ করা ঠিক নয়”, কটাক্ষ শিবকুমারের।
বিজেপি সরকারের সময়ও রাস্তায় গর্তের সমস্যা ছিল বলে দাবি করে তিনি বলেন, “যদি তারা রাস্তাগুলি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করত, তবে আজ এ অবস্থা হত না। তারা যখন করেনি, আমাদের কাজ আমরাই করব।”
সম্প্রতি একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা বেঙ্গালুরুর খারাপ রাস্তা ও যানজট নিয়ে সোচ্চার হন। ব্ল্যাকবাকের সিইও রাজেশ ইয়াবাজি জানান, গড়ে প্রতিদিন একপথে দেড় ঘণ্টারও বেশি সময় সহকর্মীদের যাতায়াত করতে হচ্ছে। গর্ত, ধুলো আর রাস্তাঘাট সংস্কারের অনীহার কারণে তিনি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পরে তিনি স্পষ্ট করেন, কোম্পানির অফিস শহর ছেড়ে নয়, বেঙ্গালুরুর অন্যত্র স্থানান্তরিত হবে।
শিবকুমার আগেই বলেছিলেন, “কোনও কোম্পানি চাইলে শহর বদলাতে পারে, সরকার সেটা আটকাবে না। তবে বেঙ্গালুরুর মতো পরিকাঠামো আর কোথাও নেই। এখানে কী সুবিধা আছে দেখেই সবাই এসেছে।”