ক্রমেই পাল্টে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি। পাশাপাশি সীমান্তবর্তী বিভিন্ন দেশের নানা কার্যক্রমেও থাকতে হচ্ছে যথেষ্ট সতর্ক। এমন একটা পরিস্থিতিতেই রাশিয়া থেকে গত মার্চ মাসে ফিফথ জেনারেশন সু-৫৭ ফাইটার জেট কেনার প্রস্তাব এসেছে। দেশের নিরাপত্তায় কোনও ফাঁক না রাখতে এবার রাশিয়ার সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের ফাইটার জেট কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে দিল্লি।
এই মুহূর্তে আমেরিকা ও রাশিয়া ছাড়া আর কারও কাছে এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নেই। প্রস্তাব পেলেও ২০১৮ সালে ভারত রাশিয়ার সঙ্গে এই এয়ারক্রাফ্ট প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিল, কারণ সে সময় সু-৫৭-এর স্টেলথ এবং সুপারক্রুজ ক্ষমতা নিয়েই সন্দিহান ছিল দিল্লি। গত ফেব্রুয়ারিতে এয়ারো ইন্ডিয়া শো-তে পশ্চিমি এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে বাস্তব যুদ্ধক্ষমতা প্রদর্শন করেছিল সু-৫৭। পরীক্ষায় দেখা যায় উন্নত স্টেলথ প্রযুক্তির কারণে এটি শত্রু শিবিরের রাডারে ধরা পড়া কঠিন এবং এই ফাইটার জেট বিভিন্ন প্রিসিশন-গাইডেড অস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম।
এবার ২০২৫ সালের মার্চ মাসে দিল্লিকে ফের সু-৫৭ কেনার প্রস্তাব দিয়েছে মস্কো। ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানিয়েছেন, “আমরা শুধু বিক্রি নয়, যৌথ উৎপাদনের প্রস্তাব দিচ্ছি।” পরিকল্পনা অনুযায়ী হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) এবং রাশিয়ার সুখোই ব্যুরোর যৌথ সহযোগিতায় নাসিক-এর কারখানায় এই সু-৫৭ ফাইটার জেট উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
রাশিয়ার অস্ত্র রফতানিকারক সংস্থা রোসোবোরোন এক্সপোর্ট জানিয়েছে যে, দিল্লি সিদ্ধান্ত নিলেই অল্প সময়ের মধ্যেই ভারতেই সু-৫৭ উৎপাদন শুরু করা সম্ভব। ওই রুশ সংস্থা জানিয়েছে, হ্যাল ইতিমধ্যেই সু-৩০ এমকেআই উৎপাদনের সঙ্গে যুক্ত থাকায় ফিফথ জেনারেশন সু-৫৭ ফাইটার জেট বানানো তুলনামূলকভাবে সহজ হবে।