বনেদি বাড়ির দুর্গাপুজোকে পুজো নয়, ঐতিহ্য হিসেবে ধরা হয়। সর্বজনীন রূপে তুলে ধরাও হয় না। তবে আবাসন তথা ফ্ল্যাটবাড়ির পুজো মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একান্নবর্তী পরিবারের আমেজ ফিরিয়ে আনা। বহুতল আবাসনের সবকটি পরিবার একসঙ্গে জড়ো হয়ে মঙ্গলকামনায় পুজো করে। সর্বজনীনের মতোই বৃহত্তর কলকাতায় এই সমস্ত পুজো ঘিরেও চলে ভিড় টানার তীব্র প্রতিযোগিতা। আবাসন বাড়ির পুজো ঘিরেও চলে বেসরকারি উদ্যোগে চালু হওয়া সেরার শিরোপা দেওয়ার পর্ব।
দুহাজার পঁচিশের দুর্গাপূজায় কলকাতার গেটেড কমপ্লেক্সগুলিতেও শুরু হয়েছে থিমের লড়াই। এই লড়াইতে কোথাও ফিরে আসছে বনেদি বাড়ির পুজো, কোথাও আবার পরিবেশ ঘিরে সচেতনতার বার্তা। পাশে থাকার বার্তা দিয়ে কোথাও সেবামূলক নানান কর্মসূচিও চূড়ান্ত করা হয়েছে। এক কথায় উৎসবের আনন্দের মধ্যেই সাধ্যমতো নিজেদের ব্যাপ্তি আরও প্রসারিত করাই মূল লক্ষ্য আবাসন বাড়ির পুজোগুলিতে।
রাজারহাটের সিলভার ওক এস্টেট। এদের আবাসনের দুর্গাপুজোয় এবার সবুজের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দশম বর্ষপূর্তি উপলক্ষে, আবাসনের বাসিন্দারা কমবেশি ২০০০ চারাগাছ রোপণের পরিকল্পনা করেছেন। এখানে মণ্ডপটি ৫০০ টি গাছ দিয়ে সাজানো হয়েছে। পুজোর বাজেট ২০ লক্ষ টাকা। আর তা থেকে শুধু চারাগাছই কেনা হয়েছে ১ লক্ষ টাকার। সপরিবারে আসা মা দুর্গাকে সবুজে স্বাগত জানানোর যাবতীয় প্রস্তুতি প্রায় শেষের পথে। উদ্যোক্তাদের প্রত্যাশা, গাছ লাগান এবং তা বাঁচিয়ে রাখার গুরুত্ব অনুভব করে দর্শনার্থীরাও অনুপ্রাণিত হবেন।
রাজারহাটের সিদ্ধা পাইন্স এবারই প্রথম তাদের দুর্গাপুজো শুরু করছে। এই কমপ্লেক্সের পুজোর থিম পুরনো বাঙালি জমিদার বাড়ির প্রাসাদের ধাঁচে। পুজো উদ্যোক্তারা তাদের উদ্বোধনী বর্ষে নজর কাড়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মণ্ডপসজ্জা ও প্রতিমা দিয়ে।
নারী ক্ষমতায়নের বার্তা দিচ্ছে যশোর রোডের সৃজন মিডল্যান্ডসের পুজো। সমাজের নানান ক্ষেত্রে দেশের কৃতী মহিলাদের নানান কৃতিত্ব এখানে তুলে ধরা হয়েছে। অপারেশন সিন্দুর ঘিরে নজরকাড়া সোফিয়া কুরেশি এবং পাইলট ব্যোমিকা সিং যেমন রয়েছেন তেমনি ভেনিস চলচ্চিত্র উৎসবে সম্মানিত চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় এঁদের মণ্ডপ সজ্জায় জায়গা করে নিয়েছেন। ভারতীয় নারীদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য তুলে ধরে বার্তা দিতে চাইছেন পুজোর উদ্যোক্তারা।
গোলপার্ক হাউজিং-এর পুজো হচ্ছে সাবেকিয়ানা বজায় রেখে। তাদের ৩২তম বর্ষে বনেদি বাড়ির পুজোর স্বাদ এনে দিতে উদ্যোগী হয়েছেন আবাসনের বাসিন্দারা। পুজো কমিটির সচিবের বক্তব্য, শারদ উৎসবের শিকড় খুঁজে বের করার জন্যেই তারা বেছে নিয়েছেন এমন থিম। প্রতিমাও এখানে তৈরি করা হয়েছে একচালায় সাবেকিয়ানা বজায় রেখে।
লেক গার্ডেন্সের আধুনিকা কোঅপারেটিভ হাউজিং সোসাইটির দুর্গাপুজো আবাসনের বয়স্কদের কথা মাথায় রেখে। ৪৬তম বর্ষের পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন প্রবীণ বাসিন্দারা। পুজোর কটা দিন একসঙ্গে কাটানোর আনন্দ দ্বিগুণ করতে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। আর সেই সমস্ত অনুষ্ঠানেও সামিল হবেন হাউজিং সোসাইটির বয়স্ক সদস্য-সদস্যারা।
সাউথ সিটিতে ২০২৫ বর্ষের দুর্গাপুজো আরও বড় আকারে করার যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ১৫তম বর্ষের পূজা উপলক্ষে প্রতিদিনই এখানে বিশিষ্ট শিল্পীদের নিয়ে হবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পুজোয় নানান সি-ফুড থাকছে আবাসনের বাসিন্দাদের জন্যে।
টালিগঞ্জের ৪ সাইট গ্র্যান্ড ক্যাসেল এবং ডায়মন্ড সিটি সাউথ-এর দুর্গাপুজো ঘিরে রয়েছে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান-আবৃত্তি ছাড়া নাটক ও নৃত্যনাট্যও পরিবেশন করার জন্য চলছে জোরকদমে অনুশীলন। টালিগঞ্জের চণ্ডী ঘোষ রোডের ড্যাফোডিল গ্রিনসের পুজো এবারও তাঁদের সেবামূলক কর্মসূচি পালন করবে। বাসিন্দারা তাঁদের গৃহকর্মীদের পাশাপাশি আশপাশের দরিদ্র পরিবারগুলির জন্য নানান সামগ্রী বিতরণ ও আর্থিক সাহায্য করার পরিকল্পনা চূড়ান্ত করেছে।