পুজোর আগে উৎসবের আমেজ যেন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির আশঙ্কা। বুধবার সকাল থেকে শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও, আবহাওয়া দফতর জানাচ্ছে এই পরিস্থিতি বেশিক্ষণ থাকবে না। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় পুজোর দিনগুলোতে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এই মুহূর্তে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর ফলে পুজোর সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ, এই নিম্নচাপের জেরে পুজোর দিনগুলিতে বৃষ্টি মাটি করতে পারে উৎসবের আনন্দ।
গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। এর মধ্যে সোমবারের বৃষ্টিতে ভেসেছে শহর কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্ত। গতকালের দুর্যোগে পূজোর মুখেই প্রাণ হারিয়েছে ১১ জন। অন্যদিকে দুর্যোগ পরিস্থিতিতে পুজোর কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতির কাজে ব্যাপক বিঘ্ন ঘটেছে। সার্বিকভাবে বিপন্ন হয়েছে জনজীবন। এই দুর্বিষহ পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস, যা যথেষ্ট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলবে, এমনটাই মনে করছে আবহাওয়া দফতর।
তবে সাধারণ মানুষের একটাই প্রার্থনা, বছরভর অপেক্ষা থাকে এই উৎসবের জন্য। বৃষ্টি যেন উৎসবের আনন্দ কেড়ে না নেয়।