বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেলকর্মীদের জন্য উৎপাদনভিত্তিক বোনাসে অনুমোদন দেওয়া হল। প্রায় ১০.৯১ লক্ষ নন-গেজেটেড কর্মী এর ফলে উপকৃত হবেন। মোট বোনাসের পরিমাণ ১,৮৬৬ কোটি টাকা।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেলকর্মীদের অসাধারণ পারফরম্যান্সকে স্বীকৃতি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিজন যোগ্য কর্মী সর্বোচ্চ ৭৮ দিনের মজুরি (প্রায় ১৭,৯৫১ টাকা) বোনাস হিসেবে পাবেন। এর আওতায় থাকবেন ট্র্যাক মেইনটেনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, টেকনিশিয়ান, পয়েন্টসম্যান ও অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মী।
রেলের ২০২৪-২৫ অর্থবছরে পারফরম্যান্সও উল্লেখযোগ্য। পণ্য পরিবহন পৌঁছেছে ১,৬১৪.৯ মিলিয়ন টন, আর যাত্রী পরিবহন ছাড়িয়েছে ৭৩০ কোটি।
এছাড়াও মন্ত্রিসভা বখতিয়ারপুর-রাজগির-তিলাইয়া (১০৪ কিমি) সিঙ্গেল লাইনকে ডাবল লাইন করার প্রকল্পে অনুমোদন দিয়েছে। ব্যয় হবে ২,১৯২ কোটি টাকা। রাজ্যের চার জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। এর ফলে ১,৪৩৪টি গ্রাম ও প্রায় ১৩.৪৬ লক্ষ মানুষ উপকৃত হবেন। এছাড়া রাজগির (শান্তি স্তূপ), নালন্দা ও পাওয়াপুরীর মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে রেল সংযোগ আরও মজবুত হবে।
একই সঙ্গে জাতীয় সড়ক প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে NH-139W-র সাহেবগঞ্জ-আরোরাজ-বেত্তিয়া (৭৮.৯৪ কিমি) জাতীয় সড়ককে ৪ লেনে উন্নীত করার প্রকল্পে। ব্যয় হবে ৩,৮২২.৩১ কোটি টাকা। এটি ‘হাইব্রিড অ্যানুইটি মোড’-এ তৈরি হবে।
সিদ্ধান্তগুলো উৎসবের মরশুমের পাশাপাশি বিহারের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।