এতদিন ট্রাম্পের দেশে ভারতীয়দের খুন হওয়ার খবর আসছিল। এবার এল এক যৌন অপরাধীকে তাড়া করে ভারতীয় বংশোদ্ভূত যুবকের গলা কেটে হত্যার খবর। জানা গেছে, ২৯ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত বরুণ সুরেশ ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে ৭১ বছর বয়সী যৌন অপরাধী ডেভিড ব্রিমারকে ছুরির আঘাতে খুন করে। তাকে গ্রেফতারের পর পুলিশ জানিয়েছে এটি ছিল একটি ‘টার্গেটেড’ হামলা।
কিন্তু কে এই ডেভিড ব্রিমার? জানা যচ্ছে, শিশুদের যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হয়ে ১৯৯৫ সালে নয় বছর জেল খেটেছিলেন এই ব্রিমার। কোর্ট ডকুমেন্ট অনুযায়ী, বরুণ পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরেই ওই যৌন অপরাধীকে হত্যা করতে চেয়েছিলেন। বরুণ সুরেশের মনে হয়েছিল শিশুদের উপর অত্যাচারের কারণে ওই ব্যক্তি মরার যোগ্য। এমনটা ভেবেই তিনি ক্যালিফোর্নিয়ার মেগান’স ল’ ডাটাবেস ব্যবহার করে যৌন অপরাধীর সন্ধান চালান এবং হত্যার পরিকল্পনা করেন।
হামলার দিন বরুণ একজন চার্টার্ড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট সেজে ব্যাগ, নোটবুক এবং কফি হাতে ডেভিড ব্রিমারের বাড়িতে পৌঁছে যান। বরুণের উদ্দেশ্য বুঝতে পেরে ব্রিমার পালাতে চেষ্টা করেন এবং দূরে এক প্রতিবেশীর গ্যারেজ ও রান্নাঘরে আশ্রয় নেন। সেখানেই বরুণ তাকে ‘অনুতাপ করো’ বলে গলা কেটে খুন করেন। গোটাটাই পুলিশের কাছে অনুতাপহীন ভঙ্গিতে স্বীকার করেছেন বরুণ। বরুণ আরও বলেন, তিনি ঘটনাস্থল থেকে পালানোর কোনও চেষ্টা করেননি এবং পুলিশ না এলে নিজেই তাদের খবর দিতেন।