বিশ্ব ও পারিপার্শ্বিক পরিস্থিতির জেরে এবার দেশের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না কেন্দ্র। কদিন আগেই রাশিয়ার সর্বাধুনিক ফিফথ জেনারেশন সু-৫৭ ফাইটার জেট কেনার সম্ভাবনার পর এবার তেজস মার্ক-১এ যুদ্ধবিমান কিনতে বড় চুক্তি করল কেন্দ্র। ভারতীয় বায়ুসেনার শেষ দুটি মিগ-২১ স্কোয়াড্রনের অবসরের একদিন আগে আনুষ্ঠানিকভাবে ৬২,৩৭০ কোটি টাকার বিশাল চুক্তি স্বাক্ষরিত হল।
প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যালের সঙ্গে ৯৭টি তেজস মার্ক-১এ যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এই অর্ডারের আর্থিক মূল্য ৬২,৩৭০ কোটি টাকারও বেশি। এই চুক্তির মধ্যে রয়েছে ৬৮টি এক সিটের ফাইটার জেট এবং ২৯টি টুইন-সিট প্রশিক্ষণ বিমান, সঙ্গে বায়ুসেনার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। দেশে তৈরি যুদ্ধবিমানের জন্য এটিকে সবচেয়ে বড় চুক্তি হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি তেজস মার্ক-১এ বিমানের জন্য ৪৬,৮৯৮ কোটি টাকার চুক্তি হয়েছিল, যদিও সেই প্রকল্পে দেরি হয়েছে। তবে নতুন চুক্তিটি ১৯ আগস্ট ২০২৫-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অনুমোদন করেছে। চুক্তির আওতায় রয়েছে ফাইটার জেট, প্রশিক্ষণ বিমান ছাড়াও রয়েছে বায়ুসেনার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ। ২০২৭-২৮ সাল থেকে বিমান সরবরাহ শুরু হবে এবং ছয় বছরের মধ্যে তা সম্পূর্ণ হবে।
নতুন চুক্তির আওতায় বিমানে ৬৪ শতাংশেরও বেশি দেশে তৈরি উপাদানই ব্যবহার করা হবে। তথ্য বলছে, তেজস প্রকল্পের সাপ্লাই চেইনে প্রায় ১০৫টি ভারতীয় সংস্থা যুক্ত রয়েছে। আর এই উৎপাদন প্রক্রিয়ায় বছরে প্রায় ১১,৭৫০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি তেজস মার্ক-১এ-তে ব্যবহৃত ইঞ্জিন সরবরাহের জন্য মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিকের সঙ্গে আলাদা চুক্তি চূড়ান্ত হয়েছে।