বক্স অফিসে রীতিমতো ইতিহাস গড়ল পাওয়ারস্টার পবন কল্যাণের নতুন ছবি OG। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে প্রায় ১৫৫ কোটি টাকা, যা ভারতীয় সিনেমার ইতিহাসে সপ্তম সর্বোচ্চ ওপেনিং।
ট্রেড ট্র্যাকার Sacnilk জানিয়েছে, ভারতে পেইড প্রিভিউতেই ছবিটি আয় করেছে প্রায় ২০.২৫ কোটি টাকা। এরপর মুক্তির প্রথম দিনে আয় করেছে আরও ৭০.৭৫ কোটি টাকা। সব মিলিয়ে দেশের বাজারে ছবিটির প্রথম দিনের আয় দাঁড়ায় প্রায় ৯১ কোটি, ১০০ কোটিরও বেশি গ্রস ইনকাম।
শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও দারুণ সাড়া ফেলেছে ওজি। মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল পেইড প্রিমিয়ার থেকে আয় করেছে ৩ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৬ কোটি টাকা। হিসেব বলছে, ওভারসিজে আয় প্রায় ৫০ কোটি টাকা, ফলে বিশ্বজোড়া ওপেনিং দাঁড়ায় ১৫৫ কোটি টাকা।
প্রথম দিনেই ওজি হার মানিয়েছে একের পর ব্লকবাস্টার ছবিকে। অ্যানিম্যাল ১১৬ কোটি, জওয়ান ১২৮ কোটি, লিও ১৪৩ কোটি, কুলির ৫৩ কোটিকে কার্যত টপকে গেল পবন কল্যাণের ওজি। অর্থাৎ, রণবীর কাপুর, শাহরুখ খান, বিজয়, এমনকী রজনীকান্তকেও প্রথম দিনের আয় দিয়ে টপকালেন পবন কল্যাণ।
এখন প্রশ্ন হচ্ছে, ওজি কি Salaar (১৫৮ কোটি) এবং KGF Chapter 2 (১৫৯ কোটি)-কেও হারাতে পারবে? যদিও শীর্ষ তিনে থাকা ছবিগুলি (Pushpa 2 – ২৭৪ কোটি, RRR – ২২৩ কোটি, Baahubali 2 – ২১৫ কোটি) আপাতত নাগালের বাইরে।
সুজিত পরিচালিত এই ছবিতে পবন কল্যাণ ছাড়াও আছেন ইমরান হাশমি, প্রিয়াঙ্কা মোহন, শ্রিয়া রেড্ডি, অর্জুন দাস ও প্রকাশ রাজ। গল্পে দেখা যায়, গ্যাংস্টার ওজাস গম্ভীরা ১০ বছর নিখোঁজ থাকার পর মুম্বইয়ে ফিরে আসে আর এক ক্রাইম বস ওমি ভাউকে খুন করার জন্য।
সব মিলিয়ে, পবন কল্যাণের এই ছবি যে দর্শকদের মাঝে নতুন রেকর্ড তৈরি করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন নজর ,চূড়ান্ত হিসেব প্রকাশিত হলে, ওজি কোন উচ্চতায় পৌঁছায়।