সম্পত্তিগত বিবাদের জেরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাট থানার কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চাকলা গ্রামে। জানা গিয়েছে, ওই এলাকার তৃণমূল কর্মী শেখ ইলিয়াসের সঙ্গে স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি মীর হানিফের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিবাদ চলছিল। শেখ ইলিয়াসের পরিবারের অভিযোগ, তাঁদের বাড়ি তৈরির কাজ চলছিল। সেই সময় মীর হানিফের দলবল এসে ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁদের বেধড়ক মারধর করে।
অন্যদিকে, মীর হানিফের অভিযোগ আদালতের নির্দেশকে অমান্য করে শেখ ইলিয়াস বাড়ি করছিল। তাঁরা বাধা দিতেই ইলিয়াস সহ তার বাড়ির লোকজন তাঁদের বেধড়ক মারধর করে । এই ঘটনায় দুই পক্ষের একাধিক জন আহত হন। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে বিজেপি এই ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে। বিজেপির অভিযোগ তৃণমুল সাংসদের গ্রুপের সঙ্গে তৃণমুল ব্লক সভাপতির গোষ্ঠীর লড়াই আবাসের বাড়ি তৈরী নিয়ে। যদিও তৃণমূল ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন । তার দাবি, এটা পারিবারিক বিবাদ ছাড়া অন্য কিছু নয়।
Leave a comment
Leave a comment