আমবাঙালি পঞ্চমীর সকাল থেকেই বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। এই হয়তো মেঘ করে এল। এই হয়তো নামল ঝমঝমিয়ে! তারপরেই কলকাতার রাস্তায় হাঁটু সমান জল। শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানিয়েই অনেকের প্রথম প্রশ্ন, পুজোয় বৃষ্টি হবে কি না জানেন?
সূত্রের খবর পরপর নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাত থেকে দশমী ভাসতে পারে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলা। আজ পঞ্চমীর দিনেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে!
নিম্নচাপের কারণে একইসঙ্গে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আজ স্থলভাগে প্রবেশ করবে। এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে শনিবার। পুরী এবং কলিঙ্গপত্রের মাঝে গোপালপুরের স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভাবনা।
পুজোর মধ্যেই আবার নিম্নচাপের সম্ভাবনা! আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ শে সেপ্টেম্বর। এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা ১লা অক্টোবর নবমীর দিন।
দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাত দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া জেলাতে। কলকাতাতেও মাঝারি বৃষ্টি, দু-এক পশলা হতে পারে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। উপকূলের জেলায় ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
নবমীতে নিম্নচাপের প্রভাব-
নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা।
উত্তরবঙ্গে আজ তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। মালদা ও দিনাজপুরে সোমবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
আজ শনিবার পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে।
কলকাতায় আজ সকালের দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝেই আংশিক মেঘলা আকাশ হতে পারে। পরে বেলার দিকে আংশিক মেঘলা এবং মেঘলা আকাশ হতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক পশলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি। আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি মনে হতে পারে।
আজ শনিবার দিনভর মূলত মেঘলা আকাশ। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শুক্র এবং শনিবার বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে দু-এক পশলা। সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
কলকাতার তাপমাত্রা-
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯৭ শতাংশ। । বৃষ্টি হয়েছে সামান্য ২০.৮ মিলিমিটার।