প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ওড়িশার ঝাড়সুগুদা থেকে টেলিকম, রেল, উচ্চশিক্ষা-সহ একাধিক খাতে ৬০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন।
মোদি দেশের আটটি আইআইটির সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামী চার বছরে এই উদ্যোগে আরও ১০ হাজার শিক্ষার্থীর আসন তৈরি হবে।
বেরহামপুর থেকে গুজরাটের সুরতের উদনা পর্যন্ত চলাচল করবে ‘অমৃত ভারত এক্সপ্রেস’, যার শুভসূচনা করেন প্রধানমন্ত্রী।
১,৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩৪ কিমি কোরাপুট–বৈগুড়া রেললাইন এবং ৮২ কিমি মনাবার–কোরাপুট–গোরাপুর সেকশন দেশবাসীকে উৎসর্গ করেন তিনি।
বিএসএনএল-এর ‘স্বদেশি’ প্রযুক্তিতে নির্মিত ৯৭,৫০০-এরও বেশি ৪জি টেলিকম টাওয়ারের সূচনা করেন মোদি।
২৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫ কিমি দীর্ঘ সম্বলপুর শহরের ফ্লাইওভারের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী।
এটি ছিল গত ১৫ মাসে ওড়িশায় মোদির ষষ্ঠ সফর, বিজেপি ২০২৪ সালের জুনে রাজ্যে ক্ষমতায় আসার পর। ঝাড়সুগুদায় প্রধানমন্ত্রীর এই সফর সাত বছরের মধ্যে প্রথম। ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর এখানেই তিনি উদ্বোধন করেছিলেন ওড়িশার দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর।