তিনি দুবারের সফল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। প্রাজ্ঞ, বিচক্ষণ, চিন্তাশীল বলেও গোটা বিশ্বে সুনাম আছে। সেই বারাক ওবামাই এবার বিশ্বের ক্ষমতা ধরে রাখা বুড়োদের নিয়ে এক বিশেষ ব্যখ্যা দিয়ে বসলেন। তাঁর মতে বিশ্বের ৮০ শতাংশ সমস্যার মূলে রয়েছেন ক্ষমতায় আঁকড়ে থাকা বৃদ্ধ, যারা মৃত্যুভয় ও গুরুত্বহীনতার ভয়ে সবকিছুতে নিজেদের নাম বসাতে চান। আর ওবামার এমন বিশ্লেষণ সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। তিনি আবার ৭৭ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এসব কিছু বলে বসলেন না তো?
শুক্রবার লন্ডনে ব্রিটিশ ইতিহাসবিদ ডেভিড ওলুসোগার সঙ্গে এক আলোচনায় বসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা।কথা বলার সময় তিনি বলেন, “নিঃসন্দেহে বলা যায় যে বিশ্বের ৮০ শতাংশ সমস্যা তৈরি হয় সেই বৃদ্ধ পুরুষদের কারণে, যারা ক্ষমতা ছাড়তে চান না। তারা পিরামিড বানায়, তাদের নামে সবকিছু করে, আর ভেতরে ভেতরে আতঙ্কে ভোগে।”
তবে এতে ট্রাম্পকে কটাক্ক করা হলেও সেটা নতুন কিছু নয়। এমনিতেই বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের বিরোধী শিবিরের লোক। সদ্যই তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, পেইনকিলার টাইলেনল (যা সাধারণত প্যারাসিটামল নামে পরিচিত) শিশুদের অটিজমের কারণ হতে পারে—এই দাবি ‘সত্যের বিরুদ্ধে একপ্রকার হিংসা’।কারণ ট্রাম্প এমনটাই দাবি করেছিলেন। তিনি অভিযোগ করেন, “আমার উত্তরসূরি ওভাল অফিসে বসে যেসব দাবি করছে, সেগুলো বারবার ভুল প্রমাণিত হয়েছে। এই ধরনের মন্তব্য জনস্বাস্থ্যকে দুর্বল করে।”
তবে এবার নতুন নয়, ওবামা অতীতেও ২০১৯ সালেও বলেছিলেন যে বিশ্বের বেশিরভাগ সমস্যা তৈরি হয় বৃদ্ধ নেতাদের কারণে, বিশেষত পুরুষদের, যারা সময়মতো সরে দাঁড়ান না। তাঁর মতে, রাজনৈতিক নেতাদের মনে রাখা উচিত যে তারা একটা দায়িত্ব পালন করতে এসেছে, আজীবন ক্ষমতায় থাকার জন্য নয়। এবার দুইয়ে দুইয়ে চার যে কেউ করতেই পারেন।
Leave a comment
Leave a comment