১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে অসমের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক প্রতীক জুবিন গর্গের। তাঁর মৃত্যুর পর সমগ্র অসমে শোকের আবহের পাশাপাশি তৈরি হয়েছে ক্ষোভ। এই পরিস্থিতিতে শনিবার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, “এটা জুবিনের অসম। আমরা একে নেপাল হতে দেব না। মানুষ জুবিনের জন্য ন্যায়বিচার চায়, আমরা তা বুঝি। কিন্তু হিংসার মাধ্যমে তা হতে দেওয়া যাবে না।”
হিমন্ত বিশ্বশর্মা আরও জানান যে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ডও ফ্রিজ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মহন্ত ও শর্মাকে ৬ অক্টোবরের মধ্যে সিআইডির সামনে হাজিরা দিতে হবে, নইলে আরও আক্রমণাত্মক পুলিশি তল্লাশি শুরু হবে। শর্মা জানান, এই পদক্ষেপের উদ্দেশ্য হল অভিযুক্তরা যেন তদন্ত চলাকালীন দীর্ঘ সময় বিদেশে থাকতে না পারেন।
জুবিন গর্গের মৃত্যু অসমে ব্যাপক শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি করেছে। সিআইডিকে তাঁর মৃত্যুর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনগণকে ধৈর্য ধরতে অনুরোধ করে বলেন, “যারা জুবিনের মৃত্যুতে অভিযুক্ত, তাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। ন্যায়বিচার হবে। কিন্তু আইন-শৃঙ্খলা বজায় রাখা জরুরি।”
হিমন্ত বিশ্বশর্মা সতর্ক করে বলেন যে কিছু দল জুবিনের মৃত্যুকে কাজে লাগিয়ে ‘সরকারবিরোধী রাজনীতি’ করতে চাইছে এবং মানুষকে উসকানি দিচ্ছে। মুখ্যমন্ত্রী বার্তা দেন, “যদি আমরা জুবিনের জন্য ন্যায়বিচার দিতে না পারি, তাহলে ২০২৬ সালে আমাদের কেউ ভোট দেবেন না।”