এবারের দুর্গাপুজোয় শুধু শিল্পকলা নয়, সঙ্গে যুক্ত হয়েছে নানা ধরনের পারফরম্যান্স। গল্প বলা, পাপেট শো, মাইম, মাইমেটিক চলাফেরা সব মিলিয়ে দর্শনার্থীরা পাচ্ছেন এক ভিন্ন অভিজ্ঞতা। একাধিক প্যান্ডেল এবার থিম অনুযায়ী দর্শকদের জন্য সরাসরি পারফরম্যান্সের আয়োজন করেছে।
কাশী বোস লেন দুর্গাপুজো সমিতি এবছর উদযাপন করছে সাহিত্যিক লীলা মজুমদারের উত্তরাধিকার নিয়ে। থিম, ‘দ্য উইন্ডিং পাথ’। শিল্পী অনির্বাণ দাস তাঁর চরিত্রগুলো মাকু, হলদে পাখি, মেঘ, প্রজাপতি আর প্রতীকী ট্রেন যাত্রাকে গল্পের আকারে ফুটিয়ে তুলেছেন। প্রায় তিন-সাড়ে তিন মিনিটের পারফরম্যান্সে দর্শকরা পাচ্ছেন বাস্তব আর কল্পনার মিশেল। সমিতির যুগ্ম সম্পাদক প্রদীপ্ত নন্দ জানিয়েছেন, ৩৪ জন শিল্পী মাপেট ও পাপেট শো-এর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছেন।
টালা প্রত্যয়-এ শিল্পী ভবতোষ সুতারের থিম, ‘এ সিড কোর্টইয়ার্ড’। তাঁর মতে, দর্শকদের সঙ্গে যোগাযোগ করতে হলে পারফরম্যান্স প্রয়োজন। এখানে অভিনব ভঙ্গিমায় শিল্পীরা মঞ্চে হাঁটছেন উল্টো দিকে, যা সময়ের বিপরীতে হাঁটার প্রতীক। কেউ লিখছে, আরেকজন তা মুছে দিচ্ছে, যা সমাজে মুছে দেওয়ার রাজনীতিকে তুলে ধরে। এবারে ৯০ জন শিল্পী দিনে তিন শিফটে এই অভিনয় করছেন।
দমদম পার্ক তরুণ সংঘর থিম, ‘সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী’। এখানে দর্শকদের স্বাগত জানাচ্ছেন ব্যোমকেশ, সত্যবতী, অজিত আর পুটিরাম। বিশেষ আকর্ষণ ‘ব্যোমকেশের ডায়রি’, যেখানে আটজন একসঙ্গে পাতা উল্টে গল্পগুলো জীবন্ত করে তুলছেন। শেষে এক সাইকেল আরোহীর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে ‘পথের কাঁটা’ গল্পের খুনিকে।
দক্ষিণদাড়ি যুব সংঘ এবারে বেছে নিয়েছে ‘বার্নিং’ থিম, যা অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা, সংগ্রাম ও প্রতিরোধকে সামনে আনে। যুগ্ম সম্পাদক পার্থ বর্মন জানান, অনির্বাণ দাসের সৃষ্ট মঞ্চে নানা পারফরম্যান্সের মাধ্যমে এই বার্তাই দেওয়া হচ্ছে। আমরা দেবী দুর্গাকে পূজা করি, অথচ নারীরা আজও সহিংসতার শিকার।
আহিরিটোলা সর্বজনীন-এর থিম ‘ফ্লো’। এখানে মাইম শিল্পীরা অভিনয়ের মাধ্যমে দর্শকদের সঙ্গে যোগাযোগ করছেন। সুরুচি সংঘ আগের মতোই থিম-ভিত্তিক লাইভ পারফরম্যান্সের আয়োজন করছে। ২০২২ সালে ভবতোষ সুতার এই ধারাকে আরও উঁচুতে নিয়ে যান। কারিগর ও দর্জিরা নিজের কাজ সরাসরি দর্শকদের সামনে প্রদর্শন করেছিলেন। সব মিলিয়ে এবারের পুজো শুধু চোখের আনন্দ নয়, কানে, মনে ও হৃদয়ে ছোঁয়া দিচ্ছে নানা ধরনের সৃজনশীল পরিবেশনা।
Leave a comment
Leave a comment