মুর্শিদাবাদের বহরমপুরে এবারের দুর্গাপুজোতে থিমে দেখা গেল এক অভিনব ও রাজনৈতিক রূপ। এবছর খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পূজা মণ্ডপের মহিষাসুরকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে সাজানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্পের রূপে তৈরি এই রাক্ষস তাঁদের চোখে বিশ্বাসঘাতকতার প্রতীক। কারণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও ট্রাম্পের বাণিজ্যনীতি ভারতের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। শিল্পী অসীম পাল এই বিশেষ প্রতিমাটি নির্মাণ করেছেন। এই প্রতিমার উদ্বোধন করেছেন বহরমপুরের মেয়র নাড়ুগোপাল মুখার্জি। উদ্বোধনের পর থেকেই পুজো প্রাঙ্গণ ভক্ত ও দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক রাজনীতির প্রভাব স্থানীয় সাংস্কৃতিক অভিব্যক্তিতেও পড়ছে। এই প্রথম নয়, এরকম ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৮ সালে তেলেঙ্গানার এক কৃষক ডোনাল্ড ট্রাম্পকে নিবেদিত করে একটি মন্দির নির্মাণ করেছিলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বাড়ানোর আশায়।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে সম্প্রতি নতুন করে বাণিজ্য নীতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার তিনি জানান, যুক্তরাষ্ট্রে উৎপাদন না হলে সব ধরনের আমদানি করা ব্র্যান্ডেড ও পেটেন্ট ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। তবে হোয়াইট হাউস পরে স্পষ্ট করে জানায়, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের সঙ্গে পুরনো বাণিজ্য চুক্তি থাকায় তারা এত বেশি শুল্কের আওতায় পড়বে না। ইউরোপীয় ইউনিয়নের চুক্তি অনুযায়ী, ফার্মা পণ্যের উপর সর্বোচ্চ শুল্ক ১৫ শতাংশের বেশি হতে পারবে না। জাপানের ক্ষেত্রেও একই রকম চুক্তি রয়েছে, যেখানে বলা আছে, ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টর পণ্যের উপর শুল্ক ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বেশি হবে না।
কিন্তু যুক্তরাজ্যের অবস্থা জটিল। যদিও লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেখানে ওষুধের শুল্কছাড় নিয়ে নির্দিষ্ট কিছু উল্লেখ নেই। ফলে হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, যুক্তরাজ্যের ওষুধ প্রস্তুতকারকদের উপর পুরো ১০০ শতাংশ শুল্কই বসবে। এতে যুক্তরাজ্যই এই নতুন বাণিজ্য সমীকরণের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দেশ হবে।
সব মিলিয়ে, বহরমপুরের পুজোতে ট্রাম্পকে রাক্ষস রূপে দেখানো যেমন রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ, তেমনি বিশ্ব বাণিজ্যের নতুন টানাপোড়েনও সামনে এনে দিচ্ছে। এলাকায় এই থিম বেশ নজর কাড়ছে।
Leave a comment
Leave a comment