সীমান্তের শক্তি পরীক্ষা হোক বা ক্রিকেট ময়দানের লড়াই, সবেতেই পরাজয়ের গ্লানি বারবার বিদ্ধ করছে পাকিস্তানকে।রবিবার তাঁরই প্রভাব দেখা গেল এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে ভারতের কাছে হারের পর।রানার্স আপের চেক ছুড়েই ফেলে দিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আগা।টানা তিন সপ্তাহে ভারতের কাছে তৃতীয়বার পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে পাকিস্তানের। তবে এবার টুর্নামেন্টের ফাইনালে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হারের পর পাকিস্তান শিবিরে দেখা গেছে তীব্র হতাশার ছবি।
পাহেলগামে ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গিদের হামলার পর পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড়ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।যদিও সেই সত্য মানতে কষ্টই হচ্ছে ইসলামাবাদের।ভারতের বিরুদ্ধে এঁটে উঠতে না পেরে বারবার ছুটে যেতে হয়েছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের দেশে।রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদেও বারবার মিথ্যাচার করেছে পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শেহবাজ শরিফ দাবি করেন, ভারত ‘উসকানিহীন আগ্রাসন’ চালালেও পাক সেনা অসাধারণ দক্ষতা ও সাহসের সঙ্গে দিয়েছে।শেহবাজ শরিফ বলেন ‘আমরা যুদ্ধ জিতেছি, এবার শান্তি চাই’।
যদিও এর উচিত জবাব দেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি পেটাল গেহলট। শরিফের ‘আমরা যুদ্ধ জিতেছি’ মন্তব্যের জবাবে তিনি বলেন যদি পোড়া হ্যাঙ্গার আর ধ্বংস হওয়া রানওয়ে-ই বিজয়ের চিহ্ন হয়, তবে পাকিস্তান তা উপভোগ করুক।
দুই প্রতিবেশী দেশের এই উত্তেজনার আবহে এবার এশিয়া কাপেও পাকিস্তানকে মাথা তুলতে দেয় নি ভারতীয় টিম।নামে খেলা হলেও সেও এক লড়াইয়েরই ময়দান। এশিয়া কাপের শুরু থেকেই ভারত ও পাক দলের মধ্যে চলছে সংঘাত। যদিও সেসব সামলে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতে বড় জবাব দিয়ে দিয়েছে ভারত। পাকিস্তান যখন হারের কষ্টে হতাশ, ভারত তখন ইতিহাসের নবম এশিয়া কাপ জয়ের উৎসবে মেতেছে। ভারতের টিম স্পিরিটের কাছে হেরে আর ময়দান সুলভ আচরণ ধরে রাখতে পারেন নি পাক অধিনায়ক।ম্যাচের পরে রানার্স আপের চেকটি পাওয়ার পর হতাশায় চেকটি ছুঁড়ে ফেলে দেন সলমন আগা।
Leave a comment
Leave a comment