গোটা দেশেই এখন উৎসবের আবহ।এমন এক সময়েই দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত।রুদ্ধশ্বাস এই জয়ের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ভারতীয় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন।সেই পোস্টে এই জয়কে তিনি খেলার মাঠে ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করেছেন।
ভারতীয় টিম ও খেলোয়াড়দের জন্য প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তায় শ্লেষ ঝড়ে পড়েছে পাকিস্তানের প্রতি। জয়ের সঙ্গেই মাঠের লড়াইকে ‘অপারেশন সিঁদুরে’র তুলনা টেনে পাকিস্তানকে কটাক্ষ ছুঁড়েছেন মোদি৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর ৷ কিন্তু ফলাফল সেই একই- ভারতের জয় ৷ আমাদের ক্রিকেটারদের অভিনন্দন ৷”
পাহেলগামে ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গিদের হামলার পর এ বছরের মে মাসে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড়ঘরগুলো ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। শেষ পর্যন্ত পাকিস্তানের এক শীর্ষ সেনা কর্মকর্তা ভারতের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেন। ভারতের বিরুদ্ধে এঁটে উঠতে না পেরে বারবার ছুটে যেতে হয়েছে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের দেশে।রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদেও বারবার মিথ্যাচার করেছে পাকিস্তান। যদিও এর কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত।
Leave a comment
Leave a comment