এশিয়া কাপ ফাইনালেও ভারতের হাতে বধ হতে হয়েছে পাকিস্তানকে। এরপরেই এশিয়া সেরা হওয়া ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে ‘অপারেশন সিঁদুরে’র তুলনা টেনে পাকিস্তানকে কটাক্ষ করেন মোদি৷ যেখানে তিনি লেখেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর৷ খুব দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রীর সেই টুইট৷
ভারতের দুর্দান্ত জয়ের পর যখন সারা দেশ আনন্দে মাতোয়ারা, তখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটা ভুয়ো পোস্ট যা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নামে প্রচার করা হয়। পোস্টটিতে দেখা গেছে শাহবাজ শরিফ পাকিস্তানকে এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন।
ভাইরাল স্ক্রিনশটের বাংলা করলে দাঁড়ায় – “অভিনন্দন পাকিস্তান, আমরা এশিয়া কাপ জিতেছি। ভারতকে আমরা তিনবার হারিয়েছি।আমাদের পেসাররা ছিল ক্ষেপণাস্ত্রের মতো, ব্যাটাররা ছিল এয়ার ডিফেন্সের মতো।” পোস্টে আরও দাবি করা হয়েছে, টিভিতে দেখানো ম্যাচগুলো নাকি ভুয়া ছিল এবং এ বিষয়ে তিনি আইসিসির সঙ্গে কথা বলবেন।
এই ধরণের অর্থহীন ও ভিত্তিহীন পোস্ট সামনে আসতেই চর্চা শুরু হয় সর্বত্র।তবে সত্যিটা জানা যায় কিছু পরেই।ওই পোস্ট ছিল সম্পূর্ণ ভুয়ো- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বা তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমন কোনও পোস্ট করা হয়নি। বহু ব্যবহারকারীই এটা যে ভুয়ো তা উল্লেখ করেন। পাশাপাশি এলন মাস্কের কোম্পানি এক্স এআই-এর এআই চ্যাটবট Grok-ও পোস্টটি যাচাই করে জানায় যে এটি বানানো স্ক্রিনশট, পাকিস্তানের প্রধানমন্ত্রী বা তার দফতর থেকে এমন কোনও বার্তা দেওয়া হয়নি।
Leave a comment
Leave a comment