

দেখতে দেখতে এসেই গেল নোবেলের সময়। ফিবছর অক্টোবর মাসের প্রথম দিকটা গোটা বিশ্বের নজর থাকে নোবেল কমিটির ঘোষণার দিকে।ফিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিনে চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করে পরবর্তী দিনগুলোয় বাকি বিভাগ যেমন পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়ে থাকে। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের নাম ঘোষণা করা হবে ১০ অক্টোবর।এইবছর বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উঠে আসায় বিশেষ গুরুত্ব পাচ্ছে নোবেল শান্তি পুরস্কারের খবর। কীভাবে ঠিক হয় শান্তি পুরস্কার প্রাপকের নাম?নোবেল শান্তি পুরস্কার কে পেতে পারেন তা নির্ধারণ করে পাঁচজন সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি।তাঁদের নিয়োগ করে নরওয়ের সংসদ।বর্তমান কমিটির নেতৃত্বে আছেন পেন ইন্টারন্যাশনালের নরওয়ে শাখার প্রধান। সুইডেনের স্টকহোমে একটি বিশেষ অনুষ্ঠানে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হলেও নোবেল শান্তি পুরস্কার প্রথাগতভাবে নরওয়ের অসলোতে হওয়া অনুষ্ঠানে দেওয়া হয়।কে বা কারা জিততে পারেন শান্তির নোবেল?আলফ্রেড নোবেলের করা ১৮৯৫ সালের উইল অনুযায়ী, সেই ব্যক্তি বা সংস্থাই জিতবেন যিনি বা যারা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্য বাড়াতে, স্থায়ী সেনা বিলোপ বা কম করতে, শান্তির প্রচারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন।তবে বাস্তবে পুরস্কার কে পাবে তা ঠিক করতে বর্তমান বিশ্বের পরিস্থিতি, চলা শান্তি প্রক্রিয়া ইত্যাদি বিবেচনা করা হয়।এবছর ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি বিশ্বজুড়ে ৭টি যুদ্ধ থামিয়েছেন তাই শান্তির নোবেলের দাবিদার তিনিই।পুরস্কারের জন্য কে মনোনয়ন দিতে পারেন?হাজারো ব্যক্তি ও প্রতিষ্ঠান চাইলে মনোনয়ন দিতে পারেন। যেমন এর মধ্যে রয়েছে সরকার ও সংসদের সদস্যরা, বর্তমান রাষ্ট্রপ্রধানরা, ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও দর্শনের বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা ও আগের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা।এ বছর মোট ৩৩৮ জনকে মনোনীত করা হয়েছে। তবে নিয়ম অনুসারে পূর্ণ তালিকা ৫০ বছর গোপন রাখা হয়। আনুষ্ঠানিক তালিকা গোপন থাকলেও অনেক মনোনয়ন প্রকাশ্যে আসে।এ বছর প্রকাশিত নামগুলোর মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC), ন্যাটো, হংকংয়ের বন্দি কর্মী চৌ হ্যাং-তুং, কানাডিয়ান মানবাধিকার আইনজীবী ইরউইন কটলার। মনোনয়ন ও বাছাইয়ের নিয়ম কী? নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের সময়সীমা শেষ হয় ৩১ জানুয়ারি। ফেব্রুয়ারির প্রথম বৈঠকের আগে পর্যন্ত কমিটির সদস্যরা নিজেরাও প্রার্থী প্রস্তাব করতে পারেন। তারপর তৈরি হয় শর্টলিস্ট। বিশেষজ্ঞরা প্রতিটি প্রার্থীর যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করেন। কমিটি আগস্ট–সেপ্টেম্বর নাগাদ চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়।সর্বসম্মতি না হলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চূড়ান্ত নাম নির্ধারিত হয়।এবছর ট্রাম্প কী নোবেল প্রাইজ কী পাবেন? ট্রাম্পের নোবেল পাওয়া নিয়ে এবছর জল্পনা চরমে। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের রাষ্ট্রনেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছেন বলে দাবি করেছেন।তবে নিয়ম অনুযায়ী সেগুলো জানুয়ারি ৩১-এর সময়সীমার পরে হওয়ায় ২০২৫ সালের জন্য বৈধ নয়। কাজেই বারবার দাবি করা হলেও এবছর ডোনাল্ড ট্রাম্পের নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনাই নেই।