
জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) ভারতের অনুরোধে অটোপসি রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের তথ্য ভারতের হাই কমিশনের হাতে তুলে দিয়েছে। একই সঙ্গে পুলিশ জুবিনের স্ত্রী গরিমা গর্গের সঙ্গেও কথা বলেছে।অটোপসি রিপোর্টে স্পষ্ট করা হয়েছে, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের এক দ্বীপের কাছে সাঁতার কাটার সময় ডুবে মৃত্যু হয় জুবিন গার্গের।
প্রথমে যে জল্পনা ছিল স্কুবা ডাইভিং চলাকালীন দুর্ঘটনা ঘটেছে— সেটি নস্যাৎ করেছে রিপোর্ট। তবে এসপিএফ জানিয়েছে, তদন্ত এখনো চলছে। এবং গায়কের প্রতি সম্মান জানিয়ে ঘটনার সঙ্গে যুক্ত কোনো ছবি বা ভিডিও জনসমক্ষে ছড়াতে নিষেধ করেছে তারা।এর আগে সিঙ্গাপুর পুলিশ জুবিনের মৃত্যুর ঘটনায় কোনো ধরনের অপরাধমূলক তৎপরতার আশঙ্কা নেই বলেই জানিয়েছিল। আইন বিশেষজ্ঞ এনজি কাই লিং জানিয়েছিলেন, “এই ক্ষেত্রে একটি করোনার-এর অনুসন্ধান ডুবে যাওয়ার আগের ঘটনার ক্রমকে স্পষ্ট করতে পারে।”
অন্যদিকে, অসম পুলিশের সিআইডি-র বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গর্গের মৃত্যু নিয়ে আলাদা তদন্ত চালাচ্ছে। এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসব সংগঠক শ্যামকানু মহান্তকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার সংগীতশিল্পী শেখরজ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃতপ্রভা মহান্তকেও আটক করেছে পুলিশ।গরিমা গর্গ জানিয়েছেন, স্বামীকে বিশ্রাম না দিয়ে হঠাৎ করে পিকনিক ও সাঁতারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, অথচ তিনি আগের সফরগুলো থেকে চরম ক্লান্ত ছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, ম্যানেজারের ভূমিকা এই ঘটনার ক্ষেত্রে প্রশ্নের মুখে।জুবিনের আকস্মিক মৃত্যুতে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। এখন নজর সিঙ্গাপুর পুলিশের চূড়ান্ত তদন্ত রিপোর্ট এবং অসম পুলিশের এসআইটি-র পরবর্তী পদক্ষেপের দিকে।