
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ভারতীয় ব্যাটারের সেঞ্চুরির সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। প্রথমে ওপেনার কে এল রাহুল, তার পর উইকেটরক্ষক ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা শতরান হাঁকিয়ে যান। আর তারই মাঝে দেখা গেল দুটি অপূর্ব দৃশ্য। যা মন কেড়েছে ভারতীয় সমর্থকদের। ৯ বছর পর এদিন প্রথমবার দেশের মাটিতে টেস্টে ৩ অঙ্ক ছুঁলেন কে এল রাহুল। এর পরই দেখা যায় প্রথম দৃশ্যটি।
১৯০ বলে শতরান পূর্ণ করার পর প্রথমেই রাহুল নিজের হেলমেট খুলে বিসিসিআইয়ের ব্যাজটিতে চুম্বন করেন, এর পর বাঁ হাতের দুটি আঙুল মুখে রাখেন এবং ডান হাত দিয়ে ব্যাটটি উঁচু করে তুলে ধরেন। রাহুলের এ হেন কার্যকলাপ দেখেই ভক্তরা অনুমান করেছিলেন, এই বিশেষ উদযাপনটি হয়ত নিজের মেয়ে ইভারাহর উদ্দেশেই করেছেন ভারতীয় ওপেনার। পরে সেই জল্পনায় সিলমোহর দেন রাহুল স্বয়ংই। দেশের মাটিতে এদিন দ্বিতীয় শতরান হাঁকালেও এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১১তম শতরান। যা পূর্ণ করার পর বিশেষ উদযাপনটি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে কে এল বলেন, “এটি আমার মেয়ের জন্য ছিল।”
উল্লেখ্য, এ বছরই আইপিএল শুরু হওয়ার ঠিক দুদিন পর রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি কন্যা সন্তানের জন্ম দেন। এদিকে ভারতের ১২তম উইকেট কিপার ব্যাটার হিসাবে টেস্টে শতরান হাঁকালেন ধ্রুব জুরেলও। এদিন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করার পর তিনিও যে বিশেষ উদযাপনটি করেছেন, স্মরণীয় হয়ে থাকল সেটিও। তিন অঙ্কে পৌঁছনোর পর ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশে ব্যাট দিয়ে গান স্যালুট করেন জুরেল। এই শতরানের সৌজন্যে একটি নজিরও গড়ে ফেলেছেন তিনি। ফারুখ ইঞ্জিনিয়ার এবং মহেন্দ্র সিং ধোনির পর তিনিই ভারতের তৃতীয় উইকেটেরক্ষক, যিনি ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করলেন।
শেষ পর্যন্ত ২১০ বলে ১২৫ রানের ইনিংস খেলে যান জুরেল। মেরেছেন ১৫ টি চার এবং ৩ টি ছক্কা। অন্যদিকে দিনের শেষে ১০৪ রানে অপরাজিত রয়ে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। ফলে সব মিলিয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেট ৪৪৮ রান। এখনও পর্যন্ত ২৮৬ রানে এগিয়ে শুভমান গিলের দল।
