
প্রয়াত গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। সিঙ্গাপুরে আয়োজিত উৎসবে প্রয়াত শিল্পীর অনুষ্ঠান আয়োজনকারী শ্যামকানু মহন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।মহন্তর অভিযোগ, তাঁর বিরুদ্ধে অসম সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে এফআইআর দায়ের করা হয়েছে এবং গণমাধ্যমে মিথ্যা প্রচার চালানো হচ্ছে, যার ফলে তিনি জনরোষের শিকার হচ্ছেন।
তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন:
•তদন্ত যেন অসম পুলিশের বিশেষ তদন্ত দল থেকে সরিয়ে কেন্দ্রীয় সংস্থা সিবিআই বা এনআইএ-র হাতে দেওয়া হয়।
•তদন্তের তদারকির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করা হোক।
•পুলিশ বা রাজ্য সরকার যেন তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও “জোরপূর্বক পদক্ষেপ” না করে এবং জীবন-জীবিকার সুরক্ষা নিশ্চিত করে।
•তাঁর বাসভবন ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক।
•সামাজিক ও গণমাধ্যমকে নির্দেশ দেওয়া হোক যাতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পক্ষপাতদুষ্ট বা ঘৃণামূলক সংবাদ প্রচার না করে।
•সিঙ্গাপুর সরকারের তদন্ত রিপোর্ট, ময়নাতদন্ত ও চিকিৎসা নথি আদালতের কাছে সিলমোহর দেওয়া অবস্থায় জমা দেওয়া হোক।
পিটিশনে তিনি দাবি করেছেন, মৃত্যুর দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ তিনি গর্গের সঙ্গে ছিলেনই না। উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় তিনি শেষবার শিল্পীর সঙ্গে দেখা করেছিলেন ১৭ সেপ্টেম্বর।সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে জুবিন গর্গ সমুদ্রে ইয়টে করে ভ্রমণের সময় জলে ডুবে মারা যান। সিঙ্গাপুর পুলিশের তদন্তে এখনও কোনও অসদুদ্দেশ্যের প্রমাণ মেলেনি।তবে এই ঘটনার পর অসম পুলিশ গায়কের ম্যানেজার সহ মহন্তকেও গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অবহেলাজনিত মৃত্যু সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। বর্তমানে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত চালাচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, আবেদন জমা দেওয়ার মাত্র দু’দিন পর অর্থাৎ ১ অক্টোবর মহন্তকে গ্রেফতার করেছে অসম পুলিশ এবং বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন।
