
রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুজো কার্নিভাল বয়কটের ঘোষণা করলেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, শহরের বেহাল পুর পরিষেবা ও নাগরিক দুরবস্থার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়েছে।
কৃষ্ণ কল্যাণীর দাবি, রায়গঞ্জে পুরসভার কাজকর্ম ভেঙে পড়েছে। রাস্তাঘাট নোংরায় ভরে গেছে, আবর্জনার স্তূপ জমছে, নালা নর্দমার নোংরা জল উপচে উঠে পড়েছে রাস্তায়। এর জেরে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। তিনি লিখেছেন, “এই অবস্থায় শহরের উন্নয়ন ও নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধুমাত্র উৎসবের নামে প্রদর্শনীতে অংশ নেওয়া অনুচিত।”কৃষ্ণ কল্যাণী আরও অভিযোগ করেন, সরকার টাকা দিলেও পুরসভা সঠিকভাবে ব্যয় করছে না। এর ফলে নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে।

কিছুদিন আগে সাফাই কর্মীদের ধর্মঘট মেটাতে তাঁকেই মধ্যস্থতা করতে হয়েছিল বলে দাবি করেন তিনি। বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। এর আগে কৃষ্ণ কল্যাণীর রাজনৈতিক সফর ছিল ঘটনাবহুল। তিনি একুশের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে রায়গঞ্জ থেকে জিতেছিলেন। কিছুদিন পরই তৃণমূলে ফিরে আসেন এবং উপনির্বাচনে জিতে আবার বিধায়ক হন।
২০২৪ লোকসভায় তৃণমূলের প্রার্থী হলেও হেরে যান। তাই তাঁর সাম্প্রতিক পোস্টকে কেন্দ্র করে ফের দলবদলের জল্পনা জোরদার হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, কৃষ্ণ কল্যাণীর এই সিদ্ধান্ত শুধু পুরসভার বিরুদ্ধে ক্ষোভ নয়, বরং আসন্ন বিধানসভা ভোটের আগে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে।