
ক্রমেই যেন অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। বন্দুকবাজদের দৌরাত্ম্যে প্রতিদিনই নাজেহাল হতে হচ্ছে পুলিশকে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে পার্ট টাইম চাকরিরত অবস্থায় ডাকাতদের গুলিতে নিহত হলেন এক ভারতীয় শিক্ষার্থী। নিহতের নাম চন্দ্রশেখর পোল। ২৭ বছর বয়সী মেধাবী ওই ছাত্র ছিলেন হায়দরাবাদের বাসিন্দা।
আমেরিকার ডেন্টন এলাকার পুলিশ সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি চন্দ্রশেখর অবসর সময়ে একটি গ্যাস স্টেশনে কাজ করতেন। ঘটনার দিন ডাকাতরা সেখানে ঢুকে গুলি চালায় এবং তাতেই চন্দ্রশেখর গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান চন্দ্রশেখর। হায়দরাবাদে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি শেষ করার পর তিনি যুক্তরাষ্ট্রে মাস্টার্স ডিগ্রি শেষ করেন মাস ছয়েক আগে। চাকরির খোঁজ করার ফাঁকেই তিনি গ্যাস স্টেশনে পার্টটাইম কাজ করছিলেন।

এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে চন্দ্রশেখরের বাড়িতে। হায়দরাবাদে চন্দ্রশেখরের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন বিএআরএস বিধায়ক সুধীর রেড্ডি এবং প্রাক্তন মন্ত্রী টি হরিশ রাও। নিহতের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে।