
পুরুষদের এশিয়া কাপের উত্তেজনা অব্যাহত মহিলাদের ওডিআই বিশ্বকাপেও। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ফাইনাল সহ মোট তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এই তিন ম্যাচের একটিতেও প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। রবিবার কলম্বোতে মহিলাদের বিশ্বকাপ ম্যাচেও দেখা গেল একই ছবি।

টসের সময় পাক অধিনায়িকা ফতিমা সানার সঙ্গে করমর্দন করলেন না হরমনপ্রীত কৌর।এশিয়া কাপ চলাকালীন নেহাত কম জলঘোলা হয়নি করমর্দন বিতর্ককে কেন্দ্র করে। এমনকি এই ঘটনার জেরে কাঠগড়ায় উঠতে হয়েছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকেও। তাঁর বিরুদ্ধে আইসিসিকে অভিযোগ জানিয়েছিল পাক ক্রিকেট বোর্ড। তবে এদিন টসের সময় দুই দলের অধিনায়িকাকেই দেখা গিয়েছে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে।

ভারতীয় বোর্ডের তরফে স্মৃতি-হরমনপ্রীতদের আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল, তাঁরা যেন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলান। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন হরমনপ্রীত। এদিন টসের অনুষ্ঠানটি পরিচালনা করেন মেল জোন্স। পাকিস্তান সেই টসে জেতার পর করমর্দনে লিপ্ত না হয়ে দুই দলের দুই নেত্রী একে একে নিজেদের বক্তব্য তুলে ধরেন।কলম্বোতে টসে জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এদিকে কিছুটা দুর্ভাগ্যজনকভাবেই প্রথম একাদশে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে ভারতকে। ভারত অধিনায়িকা হরমনপ্রীত জানান, অসুস্থতার কারণে অমনজ্যোৎ কৌর খেলছেন না এই ম্যাচে। তাঁর জায়গায় দলে এসেছেন রেণুকা ঠাকুর।