
উত্তরবঙ্গে টানা প্রবল বৃষ্টিপাতের জেরে রেল পরিষেবা কার্যত বিপর্যস্ত। উত্তর–পূর্ব সীমান্ত রেল প্রশাসনের অধীনে থাকা আলিপুরদুয়ার ডিভিশনের একাধিক রেলপথে জল জমে যাওয়ায় রেল যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে ভারতীয় রেল একাধিক ট্রেন বাতিল, রুট পরিবর্তন ও আংশিকভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মৃতের সংখ্যা অন্তত আটাশ। বিশেষ করে দার্জিলিং পাহাড় এলাকায় বিপর্যয় সবচেয়ে বেশি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাত্র ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। এর সঙ্গে সংকোশ নদীতে অতিরিক্ত জলপ্রবাহ এবং ভুটান ও সিকিম থেকেও নদীর জল নেমে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রবল বৃষ্টিতে দুটি লোহার সেতু ভেঙে পড়েছে, বহু রাস্তা ক্ষতিগ্রস্ত ও প্লাবিত হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা জলের নীচে। বিশেষত মিরিক, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মাটিগাড়া ও আলিপুরদুয়ারে ক্ষয়ক্ষতির পরিমাণ উদ্বেগজনক।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, “আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে রেললাইনের উপর দিয়ে জল বইছে। ফলে নিরাপত্তার স্বার্থে কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন, বাতিল ও আংশিক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
রেল পরিষেবায় পরিবর্তনের সম্পূর্ণ তালিকা জেনে নিন।
নিম্নলিখিত ট্রেনগুলির রুট পরিবর্তন করা হয়েছে অর্থাৎ, অন্য রুটে চালানো হবে।
১৫৪৮৩ (আলিপুরদুয়ার জংশন – দিল্লি) এক্সপ্রেস (৫ অক্টোবর যাত্রা)
১৯৩০৬ (কামাখ্যা – ডঃ আম্বেদকর নগর) এক্সপ্রেস (৫ অক্টোবর যাত্রা)
০০২৩৫ (সাইরাং – খাগাড়িয়া) স্পেশাল (৪ অক্টোবর যাত্রা)
১৫৯৩৪ (অমৃতসর – নিউ তিনসুকিয়া) এক্সপ্রেস (৩ অক্টোবর যাত্রা)
১৫৬২২ (আনন্দ বিহার টার্মিনাল – কামাখ্যা) এক্সপ্রেস (৩ অক্টোবর যাত্রা)
১৫৪৮৪ (দিল্লি – আলিপুরদুয়ার জংশন) এক্সপ্রেস (৪ অক্টোবর যাত্রা)
১৩১৫০ (আলিপুরদুয়ার জংশন – শিলিগুড়ি জংশন) এক্সপ্রেস (৫ অক্টোবর যাত্রা)
১২৫০৬ (আনন্দ বিহার টার্মিনাল – কামাখ্যা) এক্সপ্রেস (৪ অক্টোবর যাত্রা)
১৩১৪৯ (শিয়ালদহ – আলিপুরদুয়ার জংশন) কাঞ্চনকন্যা এক্সপ্রেস (৪ অক্টোবর যাত্রা)
৫ অক্টোবর, ২০২৫ তারিখে যে ট্রেনগুলি বাতিল-
১৫৪৬৭ (শিলিগুড়ি জংশন – বামনহাট) ইন্টারসিটি এক্সপ্রেস
৭৫৭৪১ (শিলিগুড়ি জংশন – ধুবরি) ইন্টারসিটি এক্সপ্রেস
৭৫৭২৫ (শিলিগুড়ি জংশন – নিউ বঙাইগাঁও) DMU
৭৫৭১৩ (শিলিগুড়ি জংশন – বামনহাট) DMU
১৫৭৬৭ (শিলিগুড়ি জংশন – আলিপুরদুয়ার জংশন) ইন্টারসিটি এক্সপ্রেস
১৫৭৭৭ (নিউ জলপাইগুড়ি – আলিপুরদুয়ার জংশন) ট্যুরিস্ট এক্সপ্রেস
১৫৭০৩ (নিউ জলপাইগুড়ি – বঙাইগাঁও) এক্সপ্রেস
১৫৪৬৪ (শিলিগুড়ি জংশন – বালুরঘাট) ইন্টারসিটি এক্সপ্রেস
৫৫৪২২ (বালুরঘাট – মালদা টাউন) প্যাসেঞ্জার।
আংশিকভাবে বাতিল ট্রেনগুলি অর্থাৎ এই ট্রেনগুলি কিছু অংশ পর্যন্ত চলবে, বাকিটা বাতিল থাকবে।
১৫৭৬৮ (আলিপুরদুয়ার জংশন – শিলিগুড়ি জংশন) ইন্টারসিটি এক্সপ্রেস — ৫ অক্টোবর বিন্নাগুড়ি পর্যন্ত চলেছে, বিন্নাগুড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত বাতিল।
৭৫৭৪১ (শিলিগুড়ি জংশন – ধুবরি) DEMU — গুলমা পর্যন্ত চলবে, গুলমা থেকে ধুবরি পর্যন্ত বাতিল।
৭৫৭২৬ (নিউ বঙাইগাঁও – শিলিগুড়ি জংশন) DEMU — নিউ কোচবিহার পর্যন্ত চলবে, নিউ কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত বাতিল।
শর্ট টার্মিনেশন ও শর্ট অরিজিনেশন
১৩২১২ (দানাপুর – জোগবনি) এক্সপ্রেস — বাথনাহা পর্যন্ত চলবে
১৩২১৩ (জোগবনি – সাহারসা জংশন) এক্সপ্রেস — বাথনাহা থেকে যাত্রা শুরু হবে
৭৫৭৫৫ (কাটিহার – জোগবনি) DMU — বাথনাহা পর্যন্ত চলবে
৭৫৭৫৬ (জোগবনি – কাটিহার) DMU — বাথনাহা থেকে যাত্রা শুরু হবে
১২৪৮৭ (জোগবনি – আনন্দ বিহার টার্মিনাল) সুপারফাস্ট এক্সপ্রেস ফরবেশগঞ্জ থেকে যাত্রা শুরু হবে
রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও বর্তমান অবস্থা যাচাই করার অনুরোধ জানিয়েছে। প্রবল বর্ষণের কারণে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তে আরও পরিবর্তন আসতে পারে।