
বলিউড ও অসমীয় সঙ্গীত জগতের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুকে ঘিরে সামনে এল নতুন তথ্য। গায়কের ব্যান্ডমেট পার্থপ্রতিম গোস্বামী সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। জুবিনের ম্যানেজার ও ব্যান্ডের আরেক সদস্য নাকি মৃত্যুর আগের দিন তাঁকে ঘুমোতে দেননি, মদ্যপান করতে বাধ্য করেছেন এবং মারাত্মক অবহেলা করেছেন।
পার্থপ্রতিম গোস্বামীর সরাসরি অভিযোগ, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী জুবিনের প্রতি ভয়ঙ্কর অবহেলা করেছেন। পার্থের দাবি, “আপনারা দু’জন, যারা সবসময় জুবিনের সঙ্গে ছায়ার মতো থাকতেন, তাঁকে না ঘুমিয়ে সারা রাত পার্টি ও মদ্যপান করানোর পর সমুদ্রে সাঁতার কাটতে নিয়ে গেলেন। অথচ জানতেন, জুবিন একজন মৃগী রোগী। কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারলেন? আপনারা তাঁকে ঘুমোতে দেননি, উল্টে সমুদ্রে নিয়ে গিয়েছিলেন শুধুই নিজেরা আনন্দ করার জন্য। এই অবহেলাকে আমি জীবনে কখনও ক্ষমা করব না”। সিআইডি জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের সামনে একথাই বলেন পার্থপ্রতিম গোস্বামী।
এই ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করেছে। জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট আয়োজক শ্যামকানু মহন্ত, ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী এবং সংগীত শিল্পী অমৃতপ্রভা মহন্ত। তাদের বিরুদ্ধে এখন খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, প্রখ্যাত গায়ক জুবিন গর্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের এক দ্বীপের কাছে স্কুবা ডাইভিং করার সময় মারা যান। তিনি তখন একটি ইয়টে ছিলেন, সঙ্গে ছিলেন শেখর জ্যোতি গোস্বামী ও শ্যামকানু মহন্ত। তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য। এই ইভেন্ট আয়োজন করেছিলেন শ্যামকানু মহন্ত ও তাঁর সংস্থা।
এদিকে, বিশেষ তদন্তকারী দল রবিবার অসমের বিনোদন জগতের দুই পরিচিত মুখ, অভিনেত্রী বৈশালী মেধি ও গায়িকা মেঘনা বরপূজারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। SIT-এর বিস্তারিত রিপোর্টে বলা হয়েছে, জুবিনের মৃত্যুর আগের ঘন্টাগুলিতে তাঁর ম্যানেজার সন্দেহজনক আচরণ করেছিলেন। তিনি জুবিনের সঙ্গে সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে ছিলেন এবং তাঁর আচরণ তদন্তকারীদের নজরে এসেছে। এই রহস্যমৃত্যুকে ঘিরে এখন গোটা অসম ও সঙ্গীতজগতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।