
পেটের টানে গুজরাতে কাজে গিয়ে প্রাণ হারালেন বাংলার ২ যুবক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা ছিলেন ওই দুই যুবক। মৃত ২ যুবকের নাম প্রণব দিন্দা ও চন্দন দাস। তাদের দুজনের বাড়ি নন্দীগ্রামের কালিচরণপুরে।
প্রণব দিন্দার বয়স আনুমানিক ২৫ বছর, চন্দন দাসের বয়স আনুমানিক ২৯ বছর।
দুই পরিবারের ক্ষেত্রেই একমাত্র উপার্জনকারী ছিলেন ওই দুই যুবক।
প্রণব দিন্দার বাবা বিশেষভাবে সক্ষম। তিনি ভালোভাবে চলাফেরা করতে পারেন না। পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করে আয় করতেন প্রণব। সেই আয় থেকেই সংসার চলত।
অপরদিকে চন্দন দাসের এক ছেলে, এক মেয়ে। ছেলের বয়স মাত্র ৪ বছর । মেয়ের বয়স ৯ বছর।
পেটের টানে গুজরাতে কাজে গিয়েছিলেন কালীচরণপুরের দুই যুবক। কিন্তু সেখানেই সব শেষ!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাঁরা গ্যাসের লাইন মেরামতির কাজ করতেন। গ্যাসের পাইপলাইন মেরামতের সময় তাঁরা যখন ওয়েল্ডিং করছিলেন সেই সময় গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। প্রণব ও চন্দনের অকাল মৃত্যুতে অসহায় অবস্থার মধ্যে পড়েছে দুটো পরিবার।