
প্রজনন মরশুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে বিশেষ অভিযান শুরু করল বাংলাদেশ কোস্ট গার্ড। সেই উদ্দেশ্যে নদী ও সমুদ্র উপকূলে দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালাচ্ছে সংস্থাটির সদস্যরা। পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
বুধবার চাঁদপুর মোহনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট মো. রাফায়েল মনোয়ার উৎসব এ তথ্য নিশ্চিত করেন।
মো. রাফায়েল মনোয়ার উৎসব জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একইসঙ্গে দেশের মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অবদান অনন্য। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালিয়ে আসছে সংস্থাটি।
মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এবারের বিশেষ অভিযানে কোস্ট গার্ড বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি জোরদার করা, ২৪ ঘণ্টা টহল কার্যক্রম, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং ও লিফলেট বিতরণ করা, আলোচনা সভার আয়োজন ও আইন মেনে চলার আহ্বান জানানো প্রভৃতি।
এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ এবং মা ইলিশ সংরক্ষণে সক্রিয় অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কোস্ট গার্ডের পক্ষ থেকে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।