
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার চিনের রেয়ার আর্থ (rare earth) উপাদানের রফতানিতে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপকে “শত্রুতাপূর্ণ ও অযৌক্তিক” হিসেবে সমালোচনা করেছেন। ট্রাম্প সতর্ক করেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র চিনা পণ্যে ব্যাপক শুল্কবৃদ্ধি করতে পারে।
ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “চিনের পদক্ষেপ অত্যন্ত শত্রুতাপূর্ণ” এবং যুক্তরাষ্ট্রের বাজার ও অন্যান্য দেশগুলোর ওপর প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেছেন, “এখনই শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার কোনও প্রয়োজন নেই।”
প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (APEC) শীর্ষ সম্মেলনে চিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা থাকলেও, চিনের নতুন রেয়ার আর্থ নিয়ন্ত্রণ নীতির কারণে তা “অনুপযুক্ত” হয়ে দাঁড়িয়েছে।
চিনের বাণিজ্য মন্ত্রক নতুন নিয়ম ঘোষণা করেছে, যা রেয়ার আর্থ ধাতু ও তার অন্তর্ভুক্ত পণ্যের রফতানির ক্ষেত্রে বিশেষ অনুমতির প্রয়োজন। মন্ত্রক জানিয়েছে, এটি “জাতীয় সুরক্ষা সংরক্ষণের” উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
বিশ্বে রেয়ার আর্থ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে চিনকে নেতৃত্বের অবস্থানে ধরা হয়। এই ধরনের নিয়ন্ত্রণ বিশেষভাবে প্রভাব ফেলতে পারে প্রতিরক্ষা ও ইলেকট্রনিক শিল্পের মতো সংবেদনশীল ক্ষেত্রে।
ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী চিনা পণ্যে ব্যাপক শুল্কবৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া অন্যান্য পাল্টা শাস্তিমূলক পদক্ষেপও বিবেচনায় রয়েছে।”