
ছয় বছর পর ফের আদালতে উঠছে রাজীব কুমার বনাম সিবিআই মামলা। সোমবার এই বহুল আলোচিত মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে কলকাতা হাই কোর্ট ২০১৯ সালে আগাম জামিন দিয়েছিল। সেই রায়ের বিরোধিতা করে সিবিআই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল।
সারদা চিটফান্ড মামলার তদন্তে রাজীবের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিধাননগরের পুলিশ কমিশনার থাকাকালীন রাজীব ছিলেন রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) সদস্য। পরে সুপ্রিম কোর্ট তদন্তভার দেয় সিবিআইকে। কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, রাজীব তদন্তে সহযোগিতা করেননি এবং প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন। রাজীব অবশ্য এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি শিলং ও কলকাতায় বহু ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছেন এবং সব রকম সহায়তা করেছেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়, কিন্তু মে মাসে তা প্রত্যাহার করা হয়। পরে রাজীব আগাম জামিনের আবেদন করেন হাই কোর্টে। বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তের বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে জানায়, রাজীবকে বহুবার জেরা করা হয়েছে, নতুন কোনও তথ্য পাওয়া যায়নি। তাই হেফাজতের প্রয়োজন নেই।
তবে সিবিআই দাবি করে, রাজীব প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তাঁর জামিন তদন্তে বাধা সৃষ্টি করতে পারে। এবার দেখা যাক, সুপ্রিম কোর্ট সোমবার কী রায় দেয় রাজীবের আগাম জামিন বহাল থাকে, না কি ফের খুলে যায় পুরনো তদন্তের ফাইল!