
বক্স অফিসে ইতিমধ্যেই বেশ ভালো সাড়া ফেলেছে দেব অভিনীত পুজোর ছবি ‘রঘু ডাকাত’। রাজ্যের পাশাপাশি সারা দেশেও ছবিটি সফলভাবে ব্যবসা করছে। এবার দেশের গণ্ডি ছেড়ে বিদেশে প্রিমিয়ারের জন্য পাড়ি দিল এই ছবি।
দেব এবার গেছেন দুবাই, সেখানেই অনুষ্ঠিত হয়েছে ‘রঘু ডাকাত’-এর আন্তর্জাতিক প্রিমিয়ার। বিমানে ওঠার পর দেবের জন্য বিশেষভাবে ‘ওয়েলকাম ডেসার্ট’-এর মাধ্যমে স্বাগত জানানো হয়। ডেসার্টে লেখা ছিল, “তোমায় স্বাগত দেব। স্বাগত রঘু ডাকাত।”
এই সফরে দেব একা যাননি। তাঁর সঙ্গে ছিলেন মা, বাবা ও বোন গোটা পরিবারকেই সঙ্গে নিয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ারও করেছেন তিনি। দুবাইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে দেবের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবিতে অহীন্দ্র বর্মনের চরিত্রে অভিনয় করা অনির্বাণ ভট্টাচার্য ও সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। বিদেশের মঞ্চে দেব–অনির্বাণ জুটিকে দেখে দর্শকরাও দারুণভাবে উৎসাহিত হন।
তবে এই সফরে চোখে পড়েননি দেবের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এর আগে প্রায় সব ছবির প্রচারে রুক্মিণীকে দেখা গেলেও ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রে তিনি সম্পূর্ণ অনুপস্থিত। এই নিয়ে অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন উঠছে। অনেকেই জানতে চাইছেন, তবে কি দেব–রুক্মিণীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে?
টলিপাড়ার খবর অনুযায়ী, রুক্মিণী বর্তমানে নিজের নতুন ছবির কাজে ব্যস্ত। এবছর পুজোর পরেও দু’জনকে একসঙ্গে ঘুরতে দেখা যায়নি, যা নিয়ে গুঞ্জন আরও বেড়েছে। তবে দেব এই জল্পনার মাঝে রুক্মিণীর নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-র জন্য প্রকাশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে রুক্মিণী এই ছবিতে মেয়ের চরিত্রে অভিনয় করছেন।
উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’। মুক্তির দিনেই ছবিটি ভালো সাড়া পেয়েছিল। একই দিনে ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’ ও ‘যত কান্ড কলকাতাতে’ মুক্তি পেলেও বক্স অফিসে এগিয়ে রয়েছে ‘রঘু ডাকাত’।