
দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভিযানে ধরা পড়ে অভিযুক্ত শেখ সফিকুল। জানা গিয়েছে, সে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। রবিবার তিনজনকে গ্রেফতারের পর সোমবার সকালে আরও দুজনকে ধরা হয়। এই নিয়ে দুর্গাপুরকাণ্ডে মোট ধৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ।
নতুন ধৃতদের মধ্যে রয়েছেন শেখ নাসিরউদ্দিন, যিনি বিজড়া গ্রামের বাসিন্দা। রবিবার তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে সোমবার সকালে গ্রেফতার করা হয়। অপর অভিযুক্ত সফিকুল শেখ গোপালমাঠ এলাকা থেকে ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, পাঁচ ধৃতকেই একসঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে এবং আজই তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
রবিবার গ্রেফতার হওয়া তিনজনকেই ইতিমধ্যে ১০ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। বাকি দুজনকেও হেফাজতে চেয়ে আবেদন করবে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, পাঁচ অভিযুক্তকেই ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে।
উল্লেখ্য, দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্যজুড়ে। এই ঘটনায় নির্যাতিতার এক সহপাঠীর ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। কেন ওই সহপাঠী তরুণীকে নিয়ে ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। পুলিশ সেই দিকটিও খতিয়ে দেখছে।