
মিশরের শর্ম-আল-শেখে আয়োজিত ‘গাজা শান্তি সম্মেলনে’ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবারের ওই সভায় শাহবাজ বলেন, “ভারত-পাকিস্তান সংঘর্ষ থামাতে ট্রাম্পের ভূমিকা অনন্য। তিনি শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি ফিরিয়ে এনেছেন।”
এর আগেও পাকিস্তান ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছিল। তবে এ বছর পুরস্কার পাননি তিনি গিয়েছে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর হাতে। তা সত্ত্বেও ইসলামাবাদ ট্রাম্পের প্রতি সমর্থন অব্যাহত রাখছে। শাহবাজের দাবি, ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল এবং “তিনি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন।”
সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাম্প নিজেও। বক্তব্যে তিনি বলেন, “ভারত একটি মহান দেশ, আর নরেন্দ্র মোদী আমার ভাল বন্ধু।” এরপর শাহবাজের দিকে তাকিয়ে ট্রাম্প হেসে প্রশ্ন করেন, “তাই তো?” উত্তরে শাহবাজের হাসিই যেন সব বলে দিল।
ইজ়রায়েল এবং মিশর ইতিমধ্যেই ট্রাম্পকে সর্বোচ্চ জাতীয় সম্মান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রশ্ন উঠছে এবার কি সত্যিই শান্তির নোবেল যাবে ট্রাম্পের হাতে?