
ঢাকার মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও ১০ জন। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ আগুন লাগে পোশাক কারখানা ও পাশে থাকা ‘কসমিক ফার্মা’ নামের কেমিক্যাল গোডাউনে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে, এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে রাসায়নিকের গোডাউনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের ভয়াবহতায় আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়, ফলে উদ্ধারকাজে বাধার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক ও পাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উদ্ধারকাজে সহায়তা করছেন।
ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোডাউনের ভেতরে এখনো আগুন জ্বলছে এবং ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার ফাইটারদের ভেতরে পাঠানো হয়নি। মানুষবিহীন প্রযুক্তি ব্যবহার করে সার্চিং অপারেশন চালানো হচ্ছে। কেমিক্যাল সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা যায়নি বলে সবাইকে অন্তত ৩০০ গজ দূরে থাকতে বলা হয়েছে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত নয়।