
দুই বঙ্গে টানা বৃষ্টির পর অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবারের মতো রাজ্য থেকে সরে যাওয়ায় এখন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই পারদ নিম্নমুখী, ভোর ও রাতে হালকা ঠান্ডার আমেজ মিলছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, এখনই শীত পুরোপুরি প্রবেশ করছে না। কারণ, উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি। ফলে আগামী সাত দিন রাজ্যে শীতের আগমন নেই বললেই চলে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সামান্য বৃষ্টির ইঙ্গিত থাকলেও তা খুবই অল্পমাত্রায় হবে। রাজ্যের দক্ষিণ অংশে এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, সঙ্গে থাকবে সকাল-সন্ধ্যার হালকা ঠান্ডা।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোরবেলা ঠান্ডা পড়ছে স্পষ্টভাবে। ঘূর্ণাবর্তের প্রভাবে এই অঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সামান্য।
আবহাওয়াবিদদের মতে, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বা নভেম্বরের শুরুতে শীতের আমেজ আরও স্পষ্ট হবে। তখনই রাজ্যের সর্বত্র তাপমাত্রা আরও কমবে এবং ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও বাড়বে।
সব মিলিয়ে, বর্ষা বিদায় নেওয়ার পর রাজ্যজুড়ে এখন হালকা শীতের আভাস। সকালের ঠান্ডা বাতাসে ইতিমধ্যেই মানুষ লেপ-কম্বল প্রস্তুত করতে শুরু করেছেন। তবে আবহাওয়া দপ্তর বলছে, পুরোপুরি শীত আসতে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। আপাতত দক্ষিণবঙ্গে রোদ্দুরের দিনে শুষ্ক ও মনোরম আবহাওয়া উপভোগ করবে রাজ্যবাসী।