
অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর। মঙ্গলবার বিকেলে পটনায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দেন। কয়েক দিন ধরেই তাঁর বিজেপিতে যোগ নিয়ে চর্চা চলছিল, বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের সঙ্গে দিল্লিতে সাক্ষাতের পর থেকে।
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বিজেপি তাঁকে এ বার বিহার বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারে। সূত্রের দাবি, দ্বারভাঙার আলিনগর আসনে তাঁকে টিকিট দেওয়া হতে পারে। মৈথিলী ঠাকুর বিহারের মিথিলা অঞ্চলের বাসিন্দা। মধুবনীর বেনিপট্টিতে তাঁর বাড়ি। মধুবনী এবং দ্বারভাঙা অঞ্চল জুড়েই তাঁর সঙ্গীত জীবনের গভীর প্রভাব রয়েছে।
বিহারের ভোটের আগে বিজেপির এই পদক্ষেপকে অনেকেই প্রতীকী এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। কারণ, মৈথিলী রাজ্যে বিশেষত তরুণ প্রজন্ম এবং গ্রামীণ ভোটারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। তিনি ভোজপুরি, মৈথিলী, হিন্দি-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন এবং লোকসংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।
২০২৪ সালে মৈথিলীর গান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা কুড়িয়েছিল। এমনকি অযোধ্যা রামমন্দির উদ্বোধনের সময়ও তাঁর গানের উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।
উল্লেখযোগ্যভাবে, নির্বাচন কমিশন তাঁকে বিহারের ‘স্টেট আইকন’ হিসেবে নিযুক্ত করেছিল। এবার বিধানসভা ভোটের আগে তাঁর রাজনীতিতে প্রবেশ বিজেপির জন্য এক বড় সুবিধা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
নভেম্বর মাসে দু’দফায় হবে বিহার বিধানসভা নির্বাচন ৬ ও ১১ নভেম্বর ভোট, আর ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। মৈথিলীর যোগদান বিজেপির প্রচারে নতুন মাত্রা আনবে, এমনটাই ধারণা রাজনৈতিক মহলের।