
বলিউড তারকা শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা ফের বিতর্কের কেন্দ্রে। ৬০ কোটি টাকার তছরুপ মামলায় তাঁদের বিরুদ্ধে একাধিক বিধিনিষেধ জারি করেছে আদালত। সেই নিয়ম অনুযায়ী তদন্ত সংস্থা বা আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না দু’জনেই। সম্প্রতি শিল্পা শেট্টি বিদেশে একটি ইউটিউব ইভেন্টে যোগ দিতে কলম্বো যাওয়ার অনুমতি চেয়েছিলেন, তবে বম্বে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের নির্দেশ ছিল, প্রথমে অভিযোগে উল্লিখিত ৬০ কোটি টাকা জমা দিতে হবে, তারপর বিদেশযাত্রার আবেদন বিবেচনা করা হবে।
এই ঘটনার পরই শিল্পা ও রাজ নিজেরাই আবেদনটি প্রত্যাহার করে নেন। জানা গিয়েছে, এর আগেও দু’বার বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন শিল্পা, কিন্তু আদালত অনুমোদন দেয়নি। ফলে বাধ্য হয়ে এ বার নিজেরাই পিছু হটেছেন এই তারকা দম্পতি। ডিসেম্বর মাসে আবারও বিদেশযাত্রার প্রয়োজন হতে পারে শিল্পার, তাই সেই সময় নতুন আবেদন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, অভিযোগকারীর পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, শিল্পার জমা দেওয়া এক হলফনামায় তাঁর স্বাক্ষর নেই এমন জায়গা পাওয়া গিয়েছে, যা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে শীঘ্রই মিথ্যা সাক্ষ্য ও আদালত অবমাননার মামলা দায়ের হতে পারে বলে জানা গিয়েছে।
বর্তমানে শিল্পা ও রাজের নামে মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং (EOW) লুক আউট সার্কুলার জারি করেছে। ফলে আদালতের অনুমতি ছাড়া তারা বিদেশে যেতে পারবেন না। আদালতের কড়া অবস্থান ও বারবার আবেদন খারিজ হওয়ায়, শিল্পা শেট্টির বিদেশ সফর আপাতত অনিশ্চিত। বলিউডে ব্যস্ত কাজের সূচির মধ্যেই এই মামলা এখন তাঁর জীবনের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
