
গুজরাতে শুক্রবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করে হর্ষ সাংভিকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। সেই সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার স্ত্রী ও জামনগর (উত্তর) কেন্দ্রের বিধায়ক রিভাবা জাডেজা, যিনি প্রথমবারের মতো মন্ত্রিত্ব পেলেন।
গান্ধীনগরের মহাত্মা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যের গভর্নর, আচার্য দেবব্রত ২৬ জন নতুন ও পুরানো মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্য বিজেপির সভাপতি সি.আর.পাটিল সহ দলের শীর্ষ নেতৃত্ব।
এই নতুন মন্ত্রিসভায় মোট ২৬ জন মন্ত্রী, তাঁদের মধ্যে ১৯ জন নতুন মুখ। তাঁদের মধ্যে একাধিক তরুণ নেতা ও মহিলা বিধায়ক রয়েছেন। বিজেপি নেতৃত্বের একাংশের মতে, আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল তরুণ নেতৃত্ব ও আঞ্চলিক ভারসাম্যের ওপর জোর দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই রদবদল শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক বার্তা বহন করছে, দল ভবিষ্যতের নেতৃত্ব প্রস্তুত করছে।
রিভাবা জাডেজার মন্ত্রিত্ব গুজরাটের নারী নেতৃত্বের ক্ষেত্রে বড় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।করাতায়নের তিন বছর আগে জামনগর (উত্তর) থেকে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সামাজিক কাজ ও নারীদের ক্ষমতায়নের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন।
দলের এক শীর্ষ নেতা বলেন, “রিভাবাজি মাটির মানুষ। তাঁর অন্তর্ভুক্তি রাজ্যের তরুণী ও মহিলা কর্মীদের জন্য অনুপ্রেরণার।”
সুরাতের ‘মজুরা’ কেন্দ্রের বিধায়ক হর্ষ সাংভি এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তরুণ নেতা হিসেবে তাঁর সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা বিজেপি নেতৃত্বের চোখে তাঁকে উপমুখ্যমন্ত্রীর আসনে নিয়ে এসেছে। সাংভি বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশনায় আমরা নতুন গুজরাত গড়ব — উন্নয়ন, স্বচ্ছতা আর নিরাপত্তাই হবে মূল লক্ষ্য।”
মন্ত্রিসভায় এবার উত্তর গুজরাত, সৌরাষ্ট্র, দক্ষিণ গুজরাত ও মধ্য গুজরাট—সব অঞ্চলের প্রতিনিধিত্ব রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বর্ণ, শ্রেণি ও অঞ্চলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে প্রশাসনিক ভারসাম্য বজায় থাকে।
গত মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন অভিজ্ঞ নেতা বাদ পড়েছেন। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন নতুন প্রজন্মের জনপ্রিয় মুখরা।
বিশ্লেষক মহলে মত, প্রধানমন্ত্রী মোদির নির্দেশে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তাঁর দ্বিতীয় মেয়াদে প্রশাসনকে আরও গতিশীল ও তরুণ করে তুলতে চাইছেন।
রাজনৈতিক মহলের বক্তব্য, এই মন্ত্রিসভা পুনর্গঠনের মাধ্যমে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের লক্ষ্যও পরিষ্কার—
গুজরাতকে ২০২৭ নির্বাচনের আগেই নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে তুলে দেওয়া।
গুজরাতের এই নতুন মন্ত্রিসভা শুধু প্রশাসনিক রদবদল নয়, বরং ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে বিজেপির এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।
তরুণ মুখ, নারী নেতৃত্ব ও আঞ্চলিক ভারসাম্যের মেলবন্ধনে গড়ে উঠছে “নতুন গুজরাত” — বিজেপি নেতৃত্বের ভাষায়।
